রবিবার দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) শিক্ষার্থী ও শিক্ষকদের উপর হামলার ঘটনায় তিন সন্দেহভাজন মুখোশধারী ব্যক্তিকে চিহ্নিত করেছে দিল্লি পুলিশ। সূত্রে খবরে জানা যাচ্ছে এমনটাই। শিক্ষার্থীদের উপর হামলা এবং সরকারী ও বেসরকারী সম্পত্তি ভাঙচুর করেছে যারা তাদের মধ্যেই এই তিনজন ছিল বলে জানিয়েছে দিল্লি পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, ‘জেএনইউতে যারা হামলায় নেতৃত্ব দিয়েছিল তাদের মধ্যে তিনজন সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়েছে। তাদের দ্রুত গ্রেপ্তার করা হবে।’ এই মামলাটি যত দ্রুত সম্ভব সমাধানের চেষ্টায় আছে পুলিশ, একথাও জানানো হয়েছে পুলিশের তরফে।
রবিবার রাতের অন্ধকারে একদল মুখোশধারী গুন্ডারা লাঠি ও লোহার রড দিয়ে জেএনইউ ক্যাম্পাসে আক্রমণ চালায়। ভাঙচুর করা হয় ক্যাম্পাসে এবং জেএনইউএসইউ সভাপতি ঐশী ঘোষ সহ জেএনইউর ৩০ জন শিক্ষার্থী ও অধ্যাপককে ক্যাম্পাসে ঘেরাও করে নৃশংসভাবে লাঞ্ছিত ও মারধর করা হয়। পুলিশের সামনেই ঘটে এই ঘটনা। এই ঘটনায় আরএসএস পরিচালিত ছাত্র সংগঠন এভিবিপি যুক্ত আছে বলে অভিযোগ করে বাম ছাত্র সংগঠন গুলি। এরপরই দেশ জুড়ে প্রতিবাদ চলতে থাকে এই নৃশংসতার বিরুদ্ধে। দোষীদের শাস্তির দাবিতে উত্তাল হয়ে হয়ে দেশের ছাত্রসমাজ।
আরও পড়ুন : দক্ষিণ কোলকাতার এক বিশেষ উড়ালপুলে ফাটল, বন্ধ যান চলাচল
দিল্লি পুলিশ ঘটনার তদন্তে নামে। ঘটনার তিনদিন পরে আজ পুলিশের তরফে জানানো হয় মুখোশধারীদের মধ্যে তিনজনকে শনাক্ত করা হয়েছে। তাদের শীঘ্রই গ্রেপ্তার করা হবে, বাকিদেরও তাড়াতাড়ি খুঁজে বের করা হবে। এদিকে বুধবার, কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক জেএনইউ এর উপাচার্য জগদীশ কুমারকে বিশ্ববিদ্যালয়ের সাধারণ কার্যক্রম দ্রুত স্বাভাবিক করার জন্য ব্যবস্থা নিতে বলেছেন।