আমেরিকার সৈন্যঘাটিতে ইরানের মিসাইল হামলার পর বিশ্বজুড়ে আবার বাড়লো সোনার দাম। বুধবার ভারতে সোনার দাম ১.৩৮ শতাংশ বেড়ে প্রতি ১০ গ্রামের দাম হয়েছে ৪১,২২৫ টাকা। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার সাথে সাথেই ভারতের বাজারেও দাম বাড়ছে সোনার। মার্কিন সৈন্যঘাটিযে মিসাইল হামলার পর আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়ে প্রতি আউন্স ১৬০০ ডলার হয়ে গেছে।
আন্তর্জাতিক পণ্য বাজারে সোনার দাম ৭.৪৭ শতাংশ (আউন্স প্রতি ১০৯.২০ ডলার) বেড়েছে। সোনার দাম আজ আউন্স প্রতি সর্বোচ্চ ১৬০৫ ডলার ছুঁয়েছে। ভারতের বাজারের ক্ষেত্রে স্বল্পমেয়াদী সময়ে, সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪৩,০০০ টাকা হবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। পরের ছয় মাসে এটি প্রতি ১০ গ্রামে ৪৫,০০০ টাকার হতে পারে।
আরও পড়ুন : প্রতিদিন ৩ জিবি ডেটা এবং আনলিমিটেড ভয়েস কল, জিও আনল নতুন দুর্দান্ত প্ল্যান
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ভোরে ইরাকের মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর উপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরে রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার সময়ে বিনিয়োগকারীরা সোনাকে নিরাপদ সম্পদ হিসাবে দেখছেন, আর তার জন্যই দাম হঠাৎ এতটা বেড়েছে। এখন পরিস্থিতি কোনদিকে যায় আগামীদিনে সেটাই দেখার।