নিউজরাজ্য

আবারও ভাঙছে জেলা, প্রশাসনিক কাজের সুবিধার্থে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Advertisement

নতুন বছরের শুরুতেই মুর্শিদাবাদ জেলাকে ভেঙে দুটি নতুন পুলিশ জেলা গঠনের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এবার আবারও ভাঙতে চলেছে জেলা। প্রশাসনিক কাজের সুবিধার্থে ভাঙতে চলেছে দক্ষিণ ২৪ পরগণা জেলা। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগণা জেলার প্রশাসনিক সভা থেকে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাথরপ্রতিমায় হওয়া এই সভায় মুখ্যমন্ত্রী জানান, প্রশাসনিক কাজের সুবিধার্থেই এই জেলা ভাগ জরুরি হয়ে পড়েছে।

তবে পুরোদস্তুর নতুন জেলা নয়, প্রথমে দক্ষিণ ২৪ পরগণাকে ভেঙে দুটি পুলিশ জেলা গঠন করা হবে। জেলা প্রশাসনের অন্য কোন ভাগ হবে না বলেই জানা গেছে। এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষনা করেন যে, ‘সাধারণ মানুষের কাছে প্রশাসনিক বিভিন্ন সুযোগ সুবিধা দিতেই দক্ষিণ ২৪ পরগণা জেলাকে ভেঙে দুটি পুলিশ জেলা গঠন করা হবে।’ নতুন দুটি পুলিশ জেলা সম্পর্কে তিনি এদিন বলেন, ‘নতুন দুটি পুলিশ জেলা হবে বসিরহাট ও সুন্দরবন। খুব শীঘ্রই এই দুটি অঞ্চলকে রাজ্যের নতুন দুটি পুলিশ জেলা হিসেবে ঘোষণা করা হবে।

আরও পড়ুন : পাঁচ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত, অনেকদিন থেকেই দক্ষিণ ২৪ পরগণাকে ভেঙে দুটি জেলা গঠন করার বিষয়ে আলোচনা চলছিল প্রশাসনিক মহলে। দক্ষিণ ২৪ পরগণার বিশাল আয়তনের কারণেই এই জেলা ভাগ প্রয়োজন বলে মনে করা হচ্ছিল। ফলে, দক্ষিণ ২৪ পরগণা জেলাকে ভেঙে দুটি নতুন পুলিশ জেলা গঠন প্রশাসনিক কাজে গতি আনবে বলেই মনে করা হচ্ছে।

Related Articles

Back to top button