Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রেলের নতুন ভাবনা, সারা ভারতে দেড়শ বেসরকারি ট্রেন চলবে

প্রায় দেড়শ বেসরকারি ট্রেনকে একশোটি রুটের চালানোর অনুমোদন দিল উচ্চপদস্থ প্যানেল। আইআরসিটিসির কাছে এর মধ্যেই দুটি তেজশ ট্রেন হস্তান্তরিত হয়েছে যা দিল্লি লখনউ এবং মুম্বাই-আহমেদাবাদ রুটে পরীক্ষামূলকভাবে চালানো হবে। রেলমন্ত্রী…

Avatar

প্রায় দেড়শ বেসরকারি ট্রেনকে একশোটি রুটের চালানোর অনুমোদন দিল উচ্চপদস্থ প্যানেল। আইআরসিটিসির কাছে এর মধ্যেই দুটি তেজশ ট্রেন হস্তান্তরিত হয়েছে যা দিল্লি লখনউ এবং মুম্বাই-আহমেদাবাদ রুটে পরীক্ষামূলকভাবে চালানো হবে। রেলমন্ত্রী পীযূষ গয়ালের গঠন করা প্যানেল রেল বোর্ডের চেয়ারম্যান এর মাধ্যমে কেন্দ্রের ১০০ দিনের কর্মসূচির দিকে অগ্রসর হয়েছে। এই প্রস্তাবে পর্যটনে অভিজ্ঞতাসম্পন্ন সাড়ে ৪৫০ কোটি টাকা সম্পদ থাকা দেশ-বিদেশের সংস্থাগুলো অংশগ্রহণ করতে পারবে।

আইআরসিটিসি চালিত ট্রেনে ট্রেন দেরি হলে যাত্রীদের ক্ষতিপূরণের প্রস্তাব দেওয়া হয়েছে এবং যেসব স্টেশন কম ব্যবহৃত সেগুলির পরিকাঠামো উন্নতির জন্য রুটগুলিকে সাতটি ক্লাস্টারে ভাগ করা হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : নমোর দ্বিতীয়বার প্রধানমন্ত্রীর পদে প্রথম কলকাতা সফর, সরগরম শহর

প্রায় দেড়শ বেসরকারি ট্রেন চলবে একশটি রুটে। ট্রেন রুট হিসেবে ঠিক করা হয়েছে দিল্লি মুম্বাই এবং দিল্লি কলকাতা রুট। যাতে বেসরকারি ট্রেন ১৬০কিমি/ ঘন্টায় চলতে পারে তাই এই দুই রুটে ট্রাক আরও উন্নত মানের করার পরিকল্পনা অনুমোদন করা হয়েছে।

About Author