পশ্চিমী ঝঞ্ঝার ফলে ফের বৃষ্টির কবলে রাজ্যবাসী। বৃহস্পতিবার সকাল থেকেই হালকা বৃষ্টিপাত শুরু হয় বিভিন্ন জেলায়। মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমানের বিভিন্ন জায়গায় সকাল থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা যায়। শুক্রবার দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি কমার সম্ভাবনা থাকলেও উত্তরের জেলাগুলিতে একই চিত্র দেখা যাবে।
কিছুদিন আগেও শীতে এই অকাল বৃষ্টিতে চিন্তায় পড়েছিলেন চাষীরা। কারন মরশুমের সবচেয়ে বড়ো চাষ হলো আলু, বৃষ্টির ফলে বেশ বড়োসড়ো ক্ষতির আশঙ্কায় ছিলেন আলু চাষীরা।
আরও পড়ুন : ‘রাজ্যে নোংরা রাজনীতিতে নেমেছে বাম ও কংগ্রেস’, দিল্লিতে বিরোধী বৈঠকে থাকছেন না মমতা
বৃহস্পতিবার কলকাতার বিভিন্ন জায়গায় শুরু হয় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। মেঘলা আবহাওয়ার জেরে তাপমাত্রাও খানিকটা বেড়েছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে দার্জিলিং এর সর্বনিম্ন তাপমাত্রা হয় ২.৬ ডিগ্রি সেলসিয়াস। তবে আবহাওয়া দপ্তর সুত্রে জানা গেছে বৃষ্টি কমলে আবার নামবে পারদ। জাঁকিয়ে পড়বে শীত।