পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃহস্পতিবার আকাশ মেঘলা থাকার পাশাপাশি শহরের বিভিন্ন প্রান্তে বৃষ্টি হয়েছে। শুক্রবার সকালে আকাশ মেঘলা থাকলেও বেলার দিকে স্বচ্ছ আকাশে দেখা মিলবে এবং তাপমাত্রা কিছুটা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে পশ্চিমি ঝঞ্ঝা সরে গেলেও আরও এক ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি না হলেও শীত আরও বাড়বে এমনটা পূর্বাভাস দেওয়া হয়েছে।
তবে বৃষ্টির আর কোনো সম্ভাবনা নেই। আগামী ৪৮ ঘণ্টায় ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে তাপমাত্রা। উত্তরবঙ্গে শীত বজায় থাকবে, পাহাড়ি এলাকায়, দার্জিলিং ও সিকিমে হতে পারে তুষারপাত। বৃহস্পতিবার তাপমাত্রা ছিলো ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস,কিছু কিছু জেলায় বৃষ্টি হওয়ায় তাপমাত্রা একটু কমেছিল। কিন্তু শনি ও রবিবার কুয়াশার দাপট থাকবে, তাই পারদ খানিকটা কমবে।
আরও পড়ুন : কলকাতায় মোদীর সভা, একাধিক রাজনৈতিক দল মোদির সফরে বিঘ্ন ঘটাতে পারে
তবে তাপমাত্রা ১১ ডিগ্রির মধ্যেই থাকবে বলে অনুমান করা হচ্ছে। কনকনে শীতের সম্ভাবনা আর নেই এই পৌষ মাসে। বছরের শুরু থেকে বিভিন্ন জেলায় বৃষ্টির কারণে চাষীদের ব্যাপক ক্ষয়ক্ষতির মুখ দেখতে হচ্ছে। নাভি ধসা রোগের প্রকোপ শুরু হওয়ায় লিফলেট বিলি করছেন তারা। গত দুদিন বৃষ্টির প্রভাবে আলু ও বিভিন্ন সব্জি চাষে ব্যাপক ক্ষতি হয়।