শুক্রবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরে পাকিস্তান সেনাবাহিনীর অনর্থক আক্রমণে দুজন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন এছাড়া দুজন গুরুতর আহত হয়েছেন।পুঞ্চের নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানের মর্টার শেলিংয়ে দুই ভারতীয় সেনা মারা যাওয়ার কয়েক ঘন্টা পরে এই হামলা করা হয়।
সেনা সূত্রে জানা গেছে, পাকিস্তান সেনাবাহিনী পুঞ্চ সেক্টরে এলওসি-তে পেরিয়ে আসা পাঁচ নিরস্ত্র নাগরিকের উপর হামলা চালায়।তারা তাদের গবাদি পশু চারণের জন্য এলওসি পেরিয়েছিল। এই আক্রমণে মহম্মদ আসলাম ও আলতাফ হুসেন নামে দুইজন নিহত হয়েছেন এবং দুজন গুরুতর আহত হয়েছেন, তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন : JNU কান্ডে দিল্লি পুলিশের নিশানায় ঐশী সহ আরও ৮ জন
পুঞ্চের গুলপুর অঞ্চলে পাকিস্তান বাহিনীর মর্টার শেলিংয়ে ভারতীয় সেনাবাহিনীর দুইজন নিহত হওয়ার কয়েক ঘন্টা পরেই হামলা চালানো হয়।এই হামলায় আরও দুজন পোর্টার গুরুতর আহত হয়েছেন। খবরে জানা গেছে, আজ ১১ টা নাগাদ পুঞ্চ জেলার গুলপুর অঞ্চলে পাকিস্তানি সেনা অহেতুক মর্টার শেলিং শুরু করে। এতে দুই ভারতীয় পোর্টার নিহত হয়েছেন এবং আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।