অরূপ মাহাত: বিজেপির পাখির চোখ যে এখন পশ্চিমবঙ্গ, সেটা আরও একবার স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিতীয় বার প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম রাজ্য সফরে এসেছেন নরেন্দ্র মোদী। রাজ্যের প্রাণকেন্দ্র কলকাতায় দু দিন থাকবেন তিনি। সপ্তাহান্তের এই সফরে ৩ টি সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তাঁর।
আরও পড়ুন :‘ওখানে বিশেষ কিছু রয়েছে’: কলকাতা সফরের আগে রামকৃষ্ণ মিশন নিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowপোর্ট ট্রাস্টের ১৫০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় এসে শনিবার বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। সরকারি অনুষ্ঠানের ফাঁকে সেরে নিলেন বাংলা দখলের নীলনকশাও। বাংলার মানুষকে জানিয়ে দিলেন তাঁর ভবিষ্যৎ ভাবনাও। ২০২১ এর নির্বাচনে বাংলা দখল করতে বাংলার উন্নয়নে বাড়তি নজর দেওয়ার কথাও শোনালেন প্রধানমন্ত্রী।
এদিন, কলকাতার ওল্ড কারেন্সি বিল্ডিং-এ উপস্থিত হয়ে তিনি বাংলাকে নিয়ে নতুন পরিকল্পনার কথা শোনালেন। বাংলাবাসীর মুখে হাসি ফুটিয়ে তিনি জানালেন, বাংলাকে হেরিটেজ ট্যুরিজমের অন্তর্ভুক্ত করতে চায় কেন্দ্র। সান্ধ্যকালীন অনুষ্ঠানে তিনি বলেন, ‘ভারতের সংস্কৃতিকে সারা বিশ্বের সামনে তুলে ধরতে আগ্রহী কেন্দ্র সরকার। দেশের বিভিন্ন রাজ্যের সঙ্গেই পশ্চিমবঙ্গকেও ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র হিসেবে তুলে ধরা হবে।’
আরও পড়ুন :অধিনায়ক হিসেবে আরও একটি মাইলফলক অর্জন বিরাট কোহলির
ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র গড়ে তোলার মাধ্যমে বাংলার শিক্ষিত যুবক যুবতীদের বেকারত্বের কালো ছায়া থেকে সরিয়ে আনতে চায় কেন্দ্র, এমনই জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন আরও বলেন, ‘বাংলা ঐতিহ্যশালী পর্যটন কেন্দ্রে পরিণত হলে এখানকার মানুষের উপার্জনের বিভিন্ন রাস্তা খুলে যাবে।