ঝঞ্ঝার ভ্রুকুটি সরিয়ে ঝকঝকে আকাশ, আর আকাশ ঝকঝকে হতেই দক্ষিণবঙ্গ জুড়ে জমিয়ে পড়লো ঠান্ডা। মকর সংক্রান্তির আগেই আবার জাঁকিয়ে শীত পড়লো দক্ষিণবঙ্গ জুড়ে। মরসুমের শুরুতে জাঁকিয়ে শীত পড়লেও মাঝে বেআহ কয়েকবার ঝঞ্ঝার জন্যে শীতের প্রকোপ বেশ খানিকটা কমে গেছিলো, কিন্তু ঝঞ্ঝা সরে যেতেই আবার জাঁকিয়ে শীত পড়া শুরু হলো দক্ষিনবঙ্গ জুড়ে। আজ দিনের স্বাভাবিক তাপমাত্রা ছিল সাধারণের থেকে তিন ডিগ্রী কম।
আরও পড়ুন :অধিনায়ক হিসেবে আরও একটি মাইলফলক অর্জন বিরাট কোহলির
বৃহস্পতিবার স্বাভাবিক তাপমাত্রা বেশ খানিকটা বেশি ছিল। ঝঞ্ঝার জন্যে তাপমাত্রা খুব একটা কমেনি। শুক্রবারও প্রায় একই পরিস্থিতি ছিল, কিন্তু শীতল হিমেল হওয়ার জন্য ভালোই ঠান্ডা ছিল। শনিবারে ঝঞ্ঝা কেটে যাওয়ার ফলে এবং হিমেল হওয়ার ফলে আবার জাঁকিয়ে পড়েছে শীত। সমগ্র দক্ষিনবঙ্গ জুড়েই ছবিটা একইরকম।
১৪ই জানুয়ারি মকর সংক্রান্তি, ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোক আসতে শুরু করেছে গঙ্গাসাগরে। তবে মকর সংক্রান্তিতে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। মকর সংক্রান্তির দিন তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই কমে থাকবে বলে জানিয়েছে হওয়া অফিস।
আরও পড়ুন : জিও-র নতুন অফার, এক বছরের জন্য আনলিমিটেড ভয়েস কলিং
তবে এই ঠান্ডার পরে আবার একটি নতুন ঝঞ্ঝার আশঙ্কার কথা বলেছে হাওয়া অফিস। স্যাটেলাইট ইমেজে একটি নতুন ঝঞ্ঝা ধরা পড়েছে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। ফলে এই ঠান্ডা মকর সংক্রান্তির পর কতদিন থাকবে তা নিয়ে এখনই যথেষ্ট চিন্তার ভাঁজ পড়েছে আবহাওয়াবিদ দের কপালে।