গত শনি ও রবিবার দুদিনের জন্য রাজ্য সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার দুদিনের রাজ্য সফর শেষে তিনি চলে যাওয়ার পরই বিজেপির নেতাদের মধ্যে আগত ২০২১ এর বিধানসভা ভোটের তোরজোর তুঙ্গে।
বিজেপির রাজ্য কমিটির সাংগঠনিক নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত দলের কেন্দ্রীয় নেতা ভূপেন্দ্র যাদব এদিন রবিবার দুপুরবেলা দীর্ঘক্ষণ বৈঠক করেন পশ্চিমবঙ্গ বিজেপির কোর কমিটির সঙ্গে। ইতিমধ্যেই রাজ্য বিজেপির বুথ থেকে জেলা পর্যন্ত সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া শেষ হয়েছে। এবার পালা এই কমিটি পুনর্নবীকরণের। পুনর্নবিকরণের পর রাজ্য বিজেপিতে কোন কোন নেতা জায়গা পেতে চলেছেন তা নিয়ে জল্পনা তুঙ্গে দলের অভ্যন্তরে। কে হবেন রাজ্য বিজেপি সভাপতি তা নিয়েও রয়েছে যথেষ্ট ধন্দ।
আরও পড়ুন : ভারতে থেকে পাকিস্তানের মতো কথা বলছেন মমতা-রাহুল
তবে সূত্রের খবর, এবার বিধানসভা ভোটে দিলিপ ঘোষকে সামনে রেখেই লড়বে বিজেপি। রবিবার দুপুরের সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন দলের অন্যতম প্রথম সারির নেতা নেত্রীরা। ছিলেন কেন্দ্রীয় নেতা শিবপ্রকাশ, অরবিন্দ মেনন, রাজ্য সভাপতি দিলিপ ঘোষ, সুব্রত চট্টোপাধ্যায়, মুকুল রায়, রাহুল সিনহা, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং দেবশ্রী চৌধুরী। এদিন বৈঠকে ভূপেন্দ্র যাদব সকলের মন্তব্য শোনেন,এছাড়াও সূত্রের খবর আগামী ১৭ জানুয়ারির মধ্যে রাজ্য বিজেপি সভাপতির নাম ঘোষনা হবে।
চলতি মাসেই ঘোষনা হওয়ার কথা কেন্দ্রীয় বিজেপি সভাপতির নাম। পাশাপাশি আগামী ২১ এর নির্বাচনের জন্য বাংলায় বিজেপির দল তৈরি নিয়েও সিদ্ধান্ত চুড়ান্ত করার মুখে অমিত শাহ। দলীয় সূত্রে খবর, আগামী বিধানসভা ভোটের এক বছর আগেই বাংলা জয়ের লক্ষ্যে অমিত শাহ নিজের সাংগঠনিক টিম সাজিয়ে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। যে টিম কাজ করবে কর্পোরেট মডেলে।