অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের একদিনের সিরিজের প্রথম ম্যাচে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন অ্যারন ফিঞ্চ। বিরাট কোহলিও জানান তিনি টসে জিতলেও প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতেন কারণ সন্ধ্যের পর শিশির একটা বড় প্রভাব ফেলবে ওয়াংখেড়েতে তাই শেষের দিকে স্পিনারদের বল ধরতে সমস্যা হয়।
এই ম্যাচে বিরাট কোহলি চার নম্বরে ব্যাট করতে নামবেন। নিজের তিন নম্বর পজিশন কে এল রাহুল কে ছেড়ে দিয়েছেন তিনি। কয়েকদিন আগেই ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর জানিয়েছিলেন তিন ওপেনারই দুর্দান্ত ফর্মে রয়েছেন, তাদের থেকে দুজনকে বাছতে তারা চিন্তায় রয়েছেন এবং গতকাল ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে বিরাট কোহলিকে দুই ওপেনারের কথা জিজ্ঞেস করতে তিনি বলেন “দরকার হলে আমরা তিনজনকেই খেলাবো এবং আমি চার নম্বরে ব্যাট করতে নামবো”।
আরও পড়ুন : নিউজিল্যান্ড সফরে ভারতীয় টি-টোয়েন্টি দল ঘোষনা, সহঅধিনায়ক হিসেবে দলে এলেন এই তাবড় ক্রিকেটার
ওয়াংখেড়েতে ভারত ছয় ব্যাটসম্যান ও পাঁচ বোলার নিয়ে নামতে চলেছে। দলে নেই কোনো ষষ্ঠ বোলিং অপশন। দুই অলরাউন্ডার শিবম দুবে ও কেদার যাদব এর প্রথম একাদশে স্থান হয়নি। স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে রবীন্দ্র জাদেজা ম্যাচে খেলছেন।
প্রথম ম্যাচের জন্য ভারতীয় একাদশ
রোহিত শর্মা, শিখর ধাওয়ান, কে এল রাহুল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, রিষভ পন্ত, রবীন্দ্র জাদেজা কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ।