নতুন বছরের প্রথম একদিনের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটে লজ্জাজনকভাবে হারলো ভারত। প্রথমে ব্যাট করে মাত্র ২৫৫ রান তুলতে সক্ষম হয় ভারত। স্টার্ক, কামিন্সদের সামনে দাঁড়াতেই পারেনি ভারতীয় ব্যাটসম্যানরা। শিখর ধাওয়ান একমাত্র ভারতীয় ব্যাটসম্যান যিনি ৫০ রানের গণ্ডি পার করতে সক্ষম হন। ৭৪ রান করেন তিনি, কে এল রাহুল ৪৭ রান করেন। ভারতীয় ব্যাটসম্যানরা পুরো ৫০ ওভার পর্যন্ত খেলতে সক্ষম হয়নি। ৫ বল বাকি থাকতে থাকতেই অলআউট হয়ে যায় ভারত।
আরও পড়ুন : নিউজিল্যান্ড সফরে ভারতীয় টি-টোয়েন্টি দল ঘোষনা, সহঅধিনায়ক হিসেবে দলে এলেন এই তাবড় ক্রিকেটার
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে ওঠেন অস্ট্রেলিয়ান দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ। ভারতীয় বোলারদের নিয়ে ছেলেখেলা করেন তারা। ওয়ার্নার ১২৮ এবং অধিনায়ক অ্যারন ফিঞ্চ ১১০ রান করে অপরাজিত থাকেন। চোট সারিয়ে দলে ফেরা জসপ্রিত বুমরাহ সহ ভারতীয় পেস বোলাররা কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি। দুই স্পিনার রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদব উইকেট না পেলেও তুলনামূলকভাবে পেসারদের চেয়ে কম রান দিয়েছেন।
ম্যাচের সংক্ষিপ্ত স্কোর
টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়ান
ভারত ২৫৫(৪৯.১ ওভার) ধাওয়ান ৭৪, রাহুল ৪৭, স্টাক ৩-৫৬
অস্ট্রেলিয়া ২৫৮-০(৩৭.৪ ওভার) ওয়ার্নার ১২৮, ফিঞ্চ ১১০
অস্ট্রেলিয়া ১০ উইকেটে জয়ী