Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

প্রজাতন্ত্র দিবসে হামলার ছক, পাঁচ জঙ্গিকে ধরল পুলিশ

শ্রীনগর পুলিশের তৎপরতায় উদ্ধার হল পাঁচজন জইশ জঙ্গি। বড় কোনো নাশকতার ছক করছিল তারা, বৃহস্পতিবার শ্রীনগর পুলিশ উপত্যকা থেকে জঙ্গিদের গ্রেফতার করেছে। জইশ-ই-মহম্মদ গোষ্ঠীর এই জঙ্গিদের নাম আইজাজ আহমেদ শেখ,…

Avatar

শ্রীনগর পুলিশের তৎপরতায় উদ্ধার হল পাঁচজন জইশ জঙ্গি। বড় কোনো নাশকতার ছক করছিল তারা, বৃহস্পতিবার শ্রীনগর পুলিশ উপত্যকা থেকে জঙ্গিদের গ্রেফতার করেছে। জইশ-ই-মহম্মদ গোষ্ঠীর এই জঙ্গিদের নাম আইজাজ আহমেদ শেখ, উমর হামিদ শেখ, ইমতিয়াজ আহমেদ চিকলা, সাহিল ফারুক গজরি ও নাসির আহমেদ মির।

পুলিশের অনুমান হজরতবল এলাকার এই পাঁচ জঙ্গি প্রজাতন্ত্র দিবসে আত্মঘাতী বিস্ফোরণের ছক কষেছিল। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ওয়াকিটকি, বোমা লাগানো জামা, ডেটনেটর, নাইট্রিক অ্যাসিডের বোতল, জিলেটিন স্টিক উদ্ধার করা হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে নয়া পদক্ষেপ রাজ্য সরকারের

কাশ্মীরে স্পেশাল স্ট্যাটাস তুলে নেওয়ার পর থেকে সেখানকার পরিস্থিতি উত্তপ্ত, বিভিন্ন জায়গায় বন্ধ হয়েছিল ইন্টারনেট পরিষেবা। প্রাক্তন তিন প্রধানমন্ত্রীকে আটক করে রাখা হয়েছিল। বিশৃংখল এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে ইন্টারনেট পরিষেবা চালু হয়েছে জম্মুর পাঁচ জেলা, হাসপাতাল এবং সরকারি অফিসে।

জানুয়ারি মাসে ৩৬ জন কেন্দ্রীয় মন্ত্রীর জম্মু কাশ্মীরের মোট ৫৯ টি জায়গায় যাওয়ার কথা রয়েছে। প্রজাতন্ত্র দিবসে জঙ্গিদের নাশকতার ছক যাতে সফল না হয় তার জন্য নিরাপত্তা জোরদার করা হচ্ছে জম্মু-কাশ্মীরে।

About Author