ক্রিকেটখেলা

মাঠে নামলেন ভারতের প্রাক্তন অধিনায়ক

Advertisement

মহেন্দ্র সিং ধোনির ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে অনেক কিছু বলা ও লেখা হয়েছে। বৃহস্পতিবার ধোনিকে ভারতের ক্রিকেট বোর্ডের বার্ষিক খেলোয়াড় চুক্তির তালিকা থেকে তার নাম বাদ যাওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে এই প্রাক্তন অধিনায়কের অবসর নেওয়ার জল্পনা শুরু হয়েছে। বৃহস্পতিবার বিসিসিআইয়ের বার্ষিক চুক্তি প্রকাশের পরে ধোনিকে ঝাড়খণ্ড রঞ্জি ট্রফির স্কোয়াডের সাথে অনুশীলন করতে দেখা যায়।

৩৮ বছর বয়সী এই ক্রিকেটার কে নিজের শহরে নেট প্রাকটিস করতে দেখে সবাই অনেকটাই অবাক হয়ে গেছেন। ধোনি কিছুক্ষণ রুটিন প্রাকটিসে অংশ নেন এবং আরও কিছুক্ষণ ব্যাট করেন। ঝাড়খণ্ড রঞ্জি ট্রফি দলের একজন জানিয়েছেন যে, কেউ ধারণা করতে পারেনি ধোনি এসে দলের সাথে প্রশিক্ষণ নেবেন। এতে প্রত্যেকেই আশ্চর্য হয়ে গেছে। সবার ধারণা তিনি হয়তো এই দলের হয়ে রঞ্জি খেলবেন ২০২০-২১ মরশুমে।

আরও পড়ুন : ডু ওর ডাই ম্যাচ, ভারতের ব্যাটিং অর্ডারে একাধিক পরিবর্তনের সম্ভাবনা

তিনি জানান, “আমরা জানতামই না যে তিনি আমাদের প্রশিক্ষণ নিতে যাবেন। এটি খুবই আনন্দদায়ক ব্যাপার ছিল। তিনি কিছুক্ষণ ব্যাটিং করেছিলেন এবং স্বাভাবিক রুটিন প্র‍্যাকটিস করেন।” এর আগে ধোনি বিসিসিআই বার্ষিক চুক্তির গ্রেড এ তে ছিলেন, এবার তিনি সেই তালিকায় নেই। তবে ধোনির তালিকা থেকে বাদ পড়ার অর্থ এই নয় যে তিনি আর ভারতের হয়ে খেলতে পারবেন না। উল্লেখযোগ্য ব্যাপার হল আইসিসি ওয়ার্ল্ড টি টুয়েন্টি ২০২০ সালের অক্টোবরে হওয়ার কথা রয়েছে, যা অক্টোবর ২০১৯ থেকে সেপ্টেম্বর ২০২০ সালের বর্তমান এই আওতায় পড়ে না। ঝাড়খণ্ডের পরের ম্যাচটি রবিবার উত্তরাখণ্ডের বিপক্ষে রাঁচিতে শুরু হবে।

Related Articles

Back to top button