দেশনিউজ

ভারতীয় রেলস্টেশনে উর্দু ভাষায় লেখা নাম, মুছে ফেলার সিদ্ধান্ত নিল রেলমন্ত্রক

Advertisement

উত্তরাখণ্ডে রেলস্টেশন গুলিতে আর স্টেশন গুলির নাম উর্দুতে লেখা থাকবে না, উর্দুর বদলে নামগুলি এবার থেকে লেখা হবে সংস্কৃততে। এমনটাই জানানো হয়েছে রেলমন্ত্রকের তরফে। রেলের ম্যানুয়াল অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে রেলমন্ত্রকের তরফে। রেলমন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, রেলওয়ে স্টেশনগুলির নাম হিন্দি, ইংরেজি এবং সংশ্লিষ্ট রাজ্যের দ্বিতীয় ভাষাতেই লেখা হয়। যেহেতু উত্তরাখণ্ডের দ্বিতীয় ভাষা সংস্কৃত, তাই এবার থেকে স্টেশনের নাম উর্দুর বদলে সংস্কৃততেই লেখা হবে।

২০১০ সালে উত্তরাখণ্ড সরকার সংস্কৃতকে দ্বিতীয় সরকারী ভাষার মর্যাদা দেয়। রেলের কর্মকর্তারা বলেছেন, স্থানীয় মন্ত্রী ইঙ্গিত করার পরে বিষয়টি নিয়ে আলোচনা হয় এবং তারপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। স্টেশনের নামগুলি আগে উর্দুতে লেখা হয়েছিল কারণ আগে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশের অংশ ছিল এবং উত্তরপ্রদেশের দ্বিতীয় ভাষা উর্দু। রেলের কর্মকর্তারা বলছেন যেহেতু উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড এখন দুটি পৃথক রাজ্য, তাই রেল এই পরিবর্তন আনছে।

আরও পড়ুন : পণ্যবাহী ট্রেন দেরি করলে, ক্ষতিপূরণ দেওয়ার ভাবনা রেলের

আপাতত জানা যাচ্ছে, দেহরাদুন, হরিদ্বার, রুরকি লাকসর, রায়ওয়ালা, দোইওয়ালা, ঋষিকেশ এই স্টেশন গুলির নাম সংস্কৃতে করা থেকেই শুরু হবে রেলস্টেশনের নামের ভাষা পরিবর্তনের কাজ। এই স্টেশন গুলি থেকেই শুরু হবে রেলস্টেশনের নাম উর্দু থেকে সংস্কৃতে করা।

Related Articles

Back to top button