Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বলিউডে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান কোন অভিনেত্রী?

কৌশিক পোল্ল্যে: হিন্দি সিনেমায় অভিনেত্রীদের আলাদা করে কাজ করার স্কোপ এখন অনেক বেশি, এমনটাই মনে করেন স্বর্নযুগের অভিনেত্রী হেমা মালিনী, শর্মিলা ঠাকুর, ওয়াহিদা রহমান প্রমুখরা। নারীকেন্দ্রিক ছবিও এখন হলে চলছে…

Avatar

কৌশিক পোল্ল্যে: হিন্দি সিনেমায় অভিনেত্রীদের আলাদা করে কাজ করার স্কোপ এখন অনেক বেশি, এমনটাই মনে করেন স্বর্নযুগের অভিনেত্রী হেমা মালিনী, শর্মিলা ঠাকুর, ওয়াহিদা রহমান প্রমুখরা।

নারীকেন্দ্রিক ছবিও এখন হলে চলছে রমরমিয়ে, কাজেই অভিনেত্রীদের পারিশ্রমিক যে মোটা অঙ্কের হবে সেটাই স্বাভাবিক। তবে বর্তমানে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান যে অভিনেত্রী, তার নামটা জানলে একটু অবাকই হবেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : স্লিভলেস ব্লাউজ ও গোলাপি শাড়িতে লজ্জাবতী জাহ্নবী কাপুর, দেখুন সেই ছবি

দীপিকা বা আলিয়া নয়, সবচেয়ে বেশি অঙ্কের পারিশ্রমিক নেন কঙ্গনা রানাওয়াত। বলিউডের কুইনখ্যাত এই অভিনেত্রী বিতর্কের রানী নামেও পরিচিত। কারন তার স্পষ্ট বক্তব্য অনেকেরই হজম হয় না। একারনেই করন জোহর, দীপিকা পাডুকোন, আলিয়া ভাট, তাপসী পান্নু, অমিতাভ বচ্চন সহ বলিউডের বেশিরভাগ সেলেবের সঙ্গেই তার সম্পর্ক আদায়-কাঁচকলায়। এরই মধ্যে তার বোন রঙ্গোলি চান্দেলও সেলেবদের ট্যুইট করে কটাক্ষ করতেও ছাড়েন না।

তিন বার জাতীয় পুরষ্কার প্রাপ্ত, ও একাধিক ফিল্মফেয়ার সহ অন্যান্য পুরষ্কারে সম্মানিত কঙ্গনার পারিশ্রমিক 15 কোটি টাকা। ‘জাজমেন্টাল হ্যায় ক্যা’ ছবির জন্য এই পারিশ্রমিকই পেয়েছেন কঙ্গনা। দ্বিতীয় স্থানটি অবশ্য বলিউডের মস্তানি দীপিকার, তিনি প্রতি ছবির জন্য নেন 14 কোটি টাকা।

About Author