Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

জম্মু কাশ্মীরে ফের লড়াই, গুলিতে মৃত দুই জঙ্গি

জম্মু ও কাশ্মীরের ট্রাল এলাকায় মঙ্গলবার সেনাবাহিনী এবং জঙ্গিদের মধ্যে লড়াইয়ে দু'জন জঙ্গি ও দু'জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে। নিরাপত্তা বাহিনীর দু'জনের মধ্যে একজন সেনা জওয়ান এবং…

Avatar

জম্মু ও কাশ্মীরের ট্রাল এলাকায় মঙ্গলবার সেনাবাহিনী এবং জঙ্গিদের মধ্যে লড়াইয়ে দু’জন জঙ্গি ও দু’জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে। নিরাপত্তা বাহিনীর দু’জনের মধ্যে একজন সেনা জওয়ান এবং অপর একজন স্পেশাল পুলিশ অফিসার (এসপিও) ছিলেন। দু’জনই এনকাউন্টার চলাকালীন আহত হন এবং পরে হাসপাতালে মারা যান।

সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রালের জান্ড গ্রামে কয়েকজন জঙ্গি ঘাঁটি গেড়েছে বলে পুলিশ জানতে পারে। পুলিশের কাছে সঠিক তথ্য আসার পরই ওই গ্রামে এনকাউন্টার চালানো হয়। পুলিশ এলাকা ঘেরাও করে তল্লাশি অভিযান চালায়। তল্লাশি অভিযান চলার সময়েই জঙ্গিদের দিক থেকে প্রথম গুলি চালানো হয়। জঙ্গিদের গুলি চালানোর পর পাল্টা গুলি চালানো হয় নিরাপত্তা বাহিনীর তরফে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : আপনরা যত পারেন প্রতিবাদ করুন, CAA নিয়ে পিছু হটছে না সরকার : অমিত শাহ

জম্মু ও কাশ্মীরের পুলিশের তরফে এই সংঘর্ষের বিষয়ে একটি টুইট করে বলা হয়, ‘অবন্তিপোরায় পুলিশ ও জঙ্গীদের মধ্যে এনকাউন্টার শুরু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ এবং সুরক্ষা বাহিনী উপস্থিত আছে।’ সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, গত দু’দিনে কাশ্মীরে এটি ছিল দ্বিতীয় বড় সংঘর্ষ। গত সোমবারই সোপিয়ানে হিজবুল মুজাহিদিনের শীর্ষ কমান্ডার ওয়াসিম, আদিল বশির ও জাহাঙ্গীরসহ তিন সন্ত্রাসী নিহত হয়।

About Author