ভারতে ছড়াতে পারে চীনের মরণ ভাইরাস, জানুন এই ভাইরাসের প্রাথমিক লক্ষনগুলি কি কি
এশিয়ার বেশ কয়েকটি দেশের পর মার্কিন যুক্তরাষ্ট্রে ছড়ালো করোনা ভাইরাস। মঙ্গলবার আমেরিকা এই সারস-জাতীয় ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রথম কেসটি ঘোষণা করেছে যার ফলে ইতিমধ্যেই চীনে নয় জনের প্রাণহানি হয়েছে। এদিকে চীন দ্রুত এই ভাইরাস ছড়ানোর ব্যাপারে সাবধান করছে সকলকে। একটি সাংবাদিক সম্মেলনে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের প্রতিমন্ত্রী লি বিন বলেছিলেন যে, এই ঘাতক করোনভাইরাসটি শ্বাস নালীর মাধ্যমে সঞ্চারিত হচ্ছে এবং সেখান থেকে এটির ভাইরাল রূপান্তর ও রোগের আরও ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে।
মারণ এই ভাইরাসটি সর্বপ্রথম চীনের ইউহান প্রদেশে দেখা গিয়েছিল। সেখানে সামুদ্রিক খাবারের মাধ্যমে মানুষের দেহে ছড়িয়ে পড়েছিল এই ভাইরাস। চীনের ইউহান প্রদেশে এই ভাইরাসের বলি এখনো পর্যন্ত ছয় জন। চীন থেকে হংকং, বেজিং, সংহাইতেও ছড়িয়ে পড়ে এই ভাইরাস। সমগ্র চীন জুড়ে এখনো পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন নয় জন।
আরও পড়ুন : চীনে ছড়িয়েছে মরণ ভাইরাস, আক্রান্ত এক ভারতীয় শিক্ষিকা
বেজিংয়ের তরফে জানানো হয়েছে, সর্বপ্রথম সামুদ্রিক মাছ থেকে ছড়িয়ে ছিল এই মারণ ভাইরাস। সেখান থেকে কিছু গবাদি পশুর দেহে ছড়ায়। পরবর্তীতে গবাদি পশুর ডিম বা মাংস থেকে ভাইরাসটি মানব দেহে প্রবেশ করে। এই ভাইরাসে আক্রান্ত হলে প্রথমে সাধারণ সর্দি, কাশি থেকে নিউমোনিয়া হয়ে মৃত্যু হচ্ছে বলেও জানানো হয়েছে। চীন থেকে ক্রমশ চারিদিকে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস।
ভারত, বাংলাদেশও এই ভাইরাসে আক্রান্ত হওয়ার আতঙ্কে ভুগছে। ইতিমধ্যেই কলকাতায় চীনের দিক থেকে আসা সমস্ত বিমানের যাত্রীদের পরীক্ষা করে তবেই বিমানবন্দরের বাইরে যেতে দেওয়া হচ্ছে। একই পরীক্ষা চলছে দেশের বাকি বড় বিমানবন্দর গুলিতেও।