বৃহস্পতিবার থেকে আরও একবার জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রাজ্য জুড়ে।যদিও মকর সংক্রান্তির পর থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে শুরু করেছিল কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে কয়েকদিনের জন্য আরও একবার ঠান্ডার প্রকোপ বাড়বে।
বুধবার উত্তরবঙ্গের বিভিন্ন চা বাগান, জাতীয় সড়ক এবং রাজ্য সড়কে কুয়াশার জেড়ে দৃশ্যমানতা অনেক কম ছিল এছাড়া চা বাগানের এলাকা গুলিতে ঝিরঝির করে শিশির পড়েছে। শুধু ঠান্ডাই না আগামী কয়েকদিনে দার্জিলিংসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।এতে শীতের প্রভাব আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন : ‘এক দেশ এক রেশন কার্ড’ জুন থেকে চালু হবে গোটা দেশে
বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হয় ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস, শুক্রবার থেকে তা নিম্নমুখী হওয়ার পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। কাশ্মীরের ঠান্ডা হাওয়া দুই চব্বিশ পরগনায় হাজির হওয়ার ফলেই তাপমাত্রা কিছুটা কমেছে। এরপর উত্তরবঙ্গে বৃষ্টি হলে তা আরও কমার সম্ভাবনা রয়েছে।
শুধু রাজ্যই নয়, রাজধানী দিল্লীতেও এখনও দাপুটে শীত রয়েছে।কুয়াশার জেড়ে সকালের পাঁচটি বিমানের গতিপথ বদল করে দেওয়া হয়েছে।দিল্লী ছাড়াও পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ ও বিহারেও কুয়াশার আধিক্য দেখা যায়।