অযথা যাতে দেরি না হয়,কখনো সময়ের অভাবে, অনেকে আগে থেকে টিকিট কেটে নেন অনলাইনে। বর্তমান সময়ে যেখানে সবকিছুই অনলাইনে হচ্ছে, সেখানে লাইনে দাঁড়িয়ে টিকিট না কেটে ঘরে বসেই IRCTC র ওয়েবসাইটে টিকিট কাটছেন বহু মানুষ। তবে অনেকের আবার অভিযোগ অনলাইনে টিকিট কাটার পর তা বাতিল করলেও টাকা ফেরত পাচ্ছেন না। তবেই টিকিট বাতিল করার সময় নিয়ম মানলে অবশ্যই ফেরত পাওয়া যাবে টিকিটের টাকা।
ট্রেন ছাড়ার ৪৮ ঘণ্টা আগে ফার্স্ট ক্লাস ও এক্সিকিউটিভ ক্লাসের কনফার্ম টিকিট বাতিল করলে টিকিট প্রতি ২০০ টাকা চার্জ কেটে নেওয়া হবে। এসি দু টায়ার বা ফাস্ট ক্লাস শ্রেণীর ট্রেনের টিকিট বাতিল করলে টিকিট প্রতি ২৫০ টাকা চার্জ কাটা হবে। এসি থ্রি টায়ার বা এসি থ্রি ইকোনমি বা এসি চেয়ার কার এর ক্ষেত্রে কাটা হবে মাথাপিছু ২০০ টাকা।
আরও পড়ুন : ISRO-র নতুন পদক্ষেপ, মহাকাশে পাঠানো হবে মানুষরূপী রোবট
স্লিপার ক্লাস এর টিকিট বাতিলে মাথাপিছু ১০০ টাকা কাটা হবে। ট্রেন ছাড়ার ১২ -৪৮ ঘন্টা আগে টিকিট বাতিল করা হলে টিকিটের যা মূল্য তার ২৫ শতাংশ চার্জ কাটা হবে। আবার ট্রেন ছাড়ার ৪ থেকে ১২ ঘন্টা আগে যদি টিকিট বাতিল হয় সে ক্ষেত্রে চার্জ কাটা হবে ৫০ শতাংশ। তাই বাতিল টিকিটের টাকা সঠিকভাবে পাওয়ার জন্য মানতে হবে এসব নিয়মাবলী।