কৌশিক পোল্ল্যে: করন জোহরের হাত ধরে গতবছর অভিষেক ঘটে দুই নতুন অভিনেত্রীর। প্রথমজন অভিনেতা চাঙ্কি পান্ডের কন্যা অনন্যা পান্ডে এবং অপরজন তারা সুতারিয়া। সিনেমার নাম ‘স্টুডেন্ট অফ দি ইয়ার2’।
মিষ্টি লুকের এই মেয়েটি, ইতিমধ্যেই আরও একটি ছবি করে ফেলেছেন সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে, ছবির নাম ‘মারজাঁওয়া’। এই ছবিটিও বক্সঅফিসে বেশ সফল।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowছবির পাশাপাশি বিভিন্ন অ্যাডশ্যুটেও কাজ করছেন তারা। এবার সেরকমই আরও একটি ফটোশ্যুট প্রকাশ্যে এল। রাতের মৃদুমন্দ আলোতে তারার অপরূপ রূপে মুগ্ধ হয়েছেন তার ভক্তরা। পছন্দের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার পদানুসরন করতে চান এই নবাগতা। তার নাইটশ্যুটের ছবিটির একঝলক দেখে নিন।