Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

তারা সুতারিয়ার এই নাইটশ্যুট ছবি, উষ্ণতা ছড়াল নেট দুনিয়ায়

কৌশিক পোল্ল্যে: করন জোহরের হাত ধরে গতবছর অভিষেক ঘটে দুই নতুন অভিনেত্রীর। প্রথমজন অভিনেতা চাঙ্কি পান্ডের কন্যা অনন্যা পান্ডে এবং অপরজন তারা সুতারিয়া। সিনেমার নাম ‘স্টুডেন্ট অফ দি ইয়ার2’। মিষ্টি…

Avatar

কৌশিক পোল্ল্যে: করন জোহরের হাত ধরে গতবছর অভিষেক ঘটে দুই নতুন অভিনেত্রীর। প্রথমজন অভিনেতা চাঙ্কি পান্ডের কন্যা অনন্যা পান্ডে এবং অপরজন তারা সুতারিয়া। সিনেমার নাম ‘স্টুডেন্ট অফ দি ইয়ার2’।

মিষ্টি লুকের এই মেয়েটি, ইতিমধ্যেই আরও একটি ছবি করে ফেলেছেন সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে, ছবির নাম ‘মারজাঁওয়া’। এই ছবিটিও বক্সঅফিসে বেশ সফল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ছবির পাশাপাশি বিভিন্ন অ্যাডশ্যুটেও কাজ করছেন তারা। এবার সেরকমই আরও একটি ফটোশ্যুট প্রকাশ্যে এল। রাতের মৃদুমন্দ আলোতে তারার অপরূপ রূপে মুগ্ধ হয়েছেন তার ভক্তরা। পছন্দের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার পদানুসরন করতে চান এই নবাগতা। তার নাইটশ্যুটের ছবিটির একঝলক দেখে নিন।

 

View this post on Instagram

 

It’s illegal to look this gorgeous. ? #Bollywood #TaraSutaria #IIFA

A post shared by IIFA Awards (@iifa) on

About Author