Today Trending Newsনিউজরাজ্য

জেলায় জেলায় বৃষ্টি, আগামী ২৪ ঘন্টায় আবহাওয়ার পরিবর্তন, কী জানাল হাওয়া অফিস

Advertisement

সপ্তাহ শুরুর সোমবার থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় আস্তে আস্তে নামছিল পারদ। উত্তরবঙ্গে একদিকে বৃষ্টি অপরদিকে উত্তুরে হাওয়ায় কনকনে ঠান্ডা। আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গে শুরু হবে বৃষ্টি। এমনটাই জানা গিয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে।

উত্তরবঙ্গে একদিকে বৃষ্টি ও ঠান্ডা আবার অপরদিকে কলকাতায় বুধবার থেকেই জাঁকিয়ে পড়েছে ঠান্ডা। বুধবার কলকাতার তাপমাত্রা ছিল ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চাইতে ১ ডিগ্রি কম এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চাইতে ১ ডিগ্রি কম। উত্তুরে হাওয়া জোরদার হওয়ায় সোমবার দুপুর থেকেই পারদ নামতে থাকে।

আরও পড়ুন : NRC, CAA-র প্রতিবাদে আগামী ২৯শে জানুয়ারি ভারত বনধের ডাক মুসলিম সংগঠনের

গত সপ্তাহে পশ্চিমী ঝঞ্জার ফলে পারদ উর্ধ্বমুখী হতে শুরু করে। গত মঙ্গলবার থেকে রাজ্যের বিভিন্ন জেলায় পারদ নামতে শুরু করে এবং তাপমাত্রা কমতে শুরু করে, জোরদার হয় শীত। আগামী কয়েকদিন এবার উত্তরে বৃষ্টি সঙ্গে দক্ষিণবঙ্গে রাতের দিকে থাকবে শীতের কামড়।

Related Articles

Back to top button