Today Trending Newsদেশনিউজ

CAA প্রতিবাদীদের ফের হুঁশিয়ারি যোগীর, বুঝে নেবে সব হিসেব-নিকেষ

Advertisement

সিএএ নিয়ে গোটা দেশেই বিক্ষোভ আন্দোলনের যে অস্থির পরিবেশ সৃষ্টি হয়েছে তা সব থেকে বেশি ক্ষতিকর প্রভাব ফেলেছে যোগী আদিত্যনাথের উত্তর প্রদেশে। এই রাজ্যে ১৬ জন পুলিশের গুলিতে নিহত হয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে ৩২০০০ জনের নাম পাঠানোর পরেও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিক্ষোভকারীদের একের পর এক হুমকি দিয়েছেন। সিএএ সমর্থনে তিনি বলেন যারা প্রতিবাদ করছে তারা ভীতু,তাই মহিলা ও শিশুদের সামনে দিয়েছে নিজেরা লুকিয়ে পড়েছে। তিনি বলেছেন বিক্ষোভকারীদের নিজের স্টাইলে বুঝে নেবেন। তিনি দাবি করেছেন বিরোধী রা সিএএ এপ্রসঙ্গে মানুষকে ভুল বুঝিয়ে গোটা দেশে অশান্তির আবহ সৃষ্টি করছে নিজেদের স্বার্থে।

উত্তরপ্রদেশের ভাইরাল হওয়া তিনটি ভিডিওতে দেখা যাচ্ছে মহিলা প্রতিবাদীদের পেছনে লাঠি হাতে বিশাল পুলিশবাহিনী, সেখানে তাদের হেনস্থা করা হচ্ছে বলে মহিলারা প্রতিবাদ করলে তাদের ওপর নির্বিচারে লাঠি চালায় পুলিশ।এই ভিডিওতে দেখা যাচ্ছে রাস্তার ধারে রেস্তোরাঁয় ঢুকে কর্মীদের মারধর করছে পুলিশ, জোর করে বন্ধ করে দেওয়া হচ্ছে রেস্তোরা। তৃতীয় ভিডিওতে দেখা যাচ্ছে রাস্তার ধারে বিক্রেতাকে দোকান বন্ধের জন্য হুমকি দেওয়া হচ্ছে, তাকে মারধরের ছবিও উঠে এসেছে ভিডিওটিতে।

আরও পড়ুন : ‘কাশ্মীর ইস্যুতে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চাই না’ ট্রাম্পের প্রস্তাব ফিরিয়ে জবাব ভারতের

রাজ্যে মহিলাদের প্রতিবাদকে উত্তর প্রদেশের পুলিশ এভাবে দমন করছে ভিডিওতে এমনটাই উঠে আসলেই পুলিশ কিন্তু জানায় প্রতিবাদকারী পাথর ছোড়ায় তারা বাধ্য হয় লাঠিচার্জ করতে। কানপুরের এক সভায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন যেসব মহিলা প্রতিবাদ মিছিল করছেন তারা হয়তো জানেনও না কিসের বিরুদ্ধে প্রতিবাদ করছেন। বিরোধীরা ভীতু তাই মহিলাদের সামনে রেখে নিজেরা আড়ালে আছে।

Related Articles

Back to top button