আবার রাজ্য জুড়ে আবহাওয়ার পরিবর্তন, আগামী ৪৮ ঘন্টায় জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা
সরস্বতী পুজোয় বৃষ্টি হতে পারে রাজ্যজুড়ে। যদি এমনটাই হয় তাহলে বাঙালিদের একটি বিশেষ দিন বৃষ্টির ফলে মাটি হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রজাতন্ত্র দিবসে কলকাতা এবং বাকি জেলায় আবহাওয়া ভালোই ছিল। হিমেল হাওয়ায় শীতলই ছিল রাজ্যের আবহাওয়া। তবে আগামী দুদিন তাপমাত্রা প্রায় তিন ডিগ্রি কমবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সোমবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়লেও সরস্বতী পূজায় থাকবে বৃষ্টির সম্ভাবনা।
আরও পড়ুন : বর্তমান কাউন্সিলর হলেই মিলবে না পুরভোটের টিকিট, জানিয়ে দিলেন তৃণমূল নেত্রী
২৮ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত তিন দিন থাকবে বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরে ঘনীভূত বিপরীত ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি হবে। বাঙালির বিশেষ দিন এই সরস্বতী পুজো, শাড়ি পড়ে কচিকাঁচাদের হই হুল্লোর যাতে মাটি না হয়ে যায় বৃষ্টির জন্য তাই আগে থেকেই করতে হবে পরিকল্পনা।