Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

তিহার জেলে চলছে ফাঁসির প্রস্তুতি, চিঠি পাঠানো হল চার দোষীর বাড়িতে

নির্ভয়া কাণ্ডের চারজন ধর্ষক খুনী অক্ষয় ঠাকুর, মুকেশ সিং, পবন গুপ্ত, বিনয় শর্মার পরিবারের লোকেরা যাতে শেষবারের মতো দেখা করেন তাই তাদের বাড়িতে তিহার জেল কর্তৃপক্ষ চিঠি পাঠালো। শুক্রবার তিহার…

Avatar

নির্ভয়া কাণ্ডের চারজন ধর্ষক খুনী অক্ষয় ঠাকুর, মুকেশ সিং, পবন গুপ্ত, বিনয় শর্মার পরিবারের লোকেরা যাতে শেষবারের মতো দেখা করেন তাই তাদের বাড়িতে তিহার জেল কর্তৃপক্ষ চিঠি পাঠালো।

শুক্রবার তিহার জেলে পাঠানো চিঠি পাওয়ার পর পরিবারের লোকেরা কান্নাকাটি শুরু করে দেয়। চার দোষীর সাথে দেখা করতে পরিবারের কোন সদস্য আসবে তা এখনো জানা যায়নি। তাদের শেষ ইচ্ছার কথা জিজ্ঞাসা করা হলে তারা নিশ্চুপ থেকেছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : দেশের সেরা মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ, জানাচ্ছে সমীক্ষা

উপার্জিত অর্থ কাকে দেবে একথা জানতে চাইলে তারা কোনো উত্তর দেয়নি। তবে রায় পুনর্বিবেচনা প্রাণভিক্ষার আর্জি জানাতে পারছে না পবন গুপ্ত ও অক্ষয় ঠাকুর কারণ তাদের জেল কর্তৃপক্ষ কেস ডায়েরি ও জরুরি কাগজ দিচ্ছে না। শেষমুহূর্তে যদি তারা কিউরেটিভ পিটিশন দাখিল করে তাহলে ফাঁসির দিন একই থাকবে না পিছিয়ে যাবে এ নিয়ে সংশয় রয়েছে।

এর আগে ফাঁসির দিন নির্ধারণ করা হয়েছিল ২২ জানুয়ারি।তখন চার অপরাধীকে জেল কর্তৃপক্ষ সমন পাঠিয়েছিল যদিও তাতে কেউ সাড়া দেয়নি। বাকি দুজনের পিটিশন আগেই খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তিহার জেলে চলছে ফাঁসির প্রস্তুতি আর তাতেই একধাপ এগিয়ে ফাঁসির চিঠি পাঠানো হলো প্রত্যেকের পরিবারকে।

About Author