মাছ তো নয় যেন ধারাল ছুরি, চার ফুটের ছুঁচালো মাছটি ঘাড়ে গেঁথে গেল এক কিশোরের, দেখুন ভিডিও
সম্প্রতি এক কিশোরের ঘাড়ে গেঁথে গেল ছুঁচ মাছ বা নিডল ফিশ। ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার দক্ষিণ-পূর্বের সুলাওয়েসি প্রদেশের একটি দ্বীপ বুটনে। বুটনে মাস গিয়েছিল বছর ষোলোর কিশোর মহম্মদ ইদুল। তার সাথে আরও অনেকে ছিল সেখানে।
ঘটনাস্থলে একটি ভয়ানক ঘটনা ঘটলো তার সাথে। সেখানে একটি নিডল ফিশ জলে থেকে তার দিকে লাফিয়ে এসে তার ঘাড়ে গেঁথে যায়। গত ২০ জানুয়ারি এই ঘটনায় একটি পোস্টে তিনটি ছবি আপলোড করে লেখা হয় একটি নিডল ফিশ লাফিয়ে এক কিশোরের ঘাড়ে গেঁথে গেলে তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে অপারেশন করে মাছটি বের করা হয়।
আরও পড়ুন : ‘এ যেন হলিউডের নায়ক’, রতন টাটার তারুণ্যের ছবিতে মুগ্ধ ভক্তরা
নোনা ও মিষ্টি উভয় জলেই দেখা পাওয়া যায় এই মাছের। ইউটিউবে মাঝেমধ্যেই দেখা যায় নিডল ফিশ ধরার ভিডিও। ফেসবুকের পোস্ট অনুযায়ী এখনো পর্যন্ত চার ফুটের সবচেয়ে বড় নিডল ফিশ দেখা গেছে। এই নিডল মাছের সামনের অংশটি সরু এবং ছুঁচালো, মাংসাশী এই মাছের পাতলা চোয়ালে ধারালো দাঁত থাকে। এরা মানুষকে ধাক্কা মারলে সরু ছুঁচালো মুখ মানুষের চামড়া ভেদ করে ঢুকে যেতে পারে। সম্প্রতি ঘটে যাওয়া এই ঘটনায় ক্ষতিকারক এই মাছটি ভাইরাল হয়ে সকলের নজরে আসে।