কৌশিক পোল্ল্যে: সকলেরই বয়স পেরিয়েছে সত্তর কিংবা আশি। আধুনিকতার যাঁতাকলে কারোরই জায়গা হয়নি সন্তানের বাড়ি বা ফ্ল্যাটের ছোট্ট কোনায়। এনারা সকলেই বৃদ্ধাশ্রমের চার দেওয়ালে বন্দি। তাই বলে দুঃখের দিন শুরু হল এমনটা কিন্তু একেবারেই নয়।
ভালো রয়েছেন সকলেই। বৃদ্ধাশ্রমে এতটুকু অসুবিধা হচ্ছে না কারোরই। হেসে খেলে দিন কাটাচ্ছেন প্রত্যেকে। এমন ঘটনারই দৃষ্টান্ত চোখে পড়ল আসামের গৌহাটির একটি বৃদ্ধাবাসে। ক্যাপচার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে বেশ কয়েকজন বয়স্ক মহিলা মনের আনন্দে নাচছেন আর বাকিরা তাদের হাততালি দিয়ে উৎসাহ দিচ্ছেন।
আরও পড়ুন : বিয়ে করতে গিয়ে কেঁদে লুটিয়ে পড়লেন পাত্র, ফেসবুকে ক্রমশ ভাইরাল এই ভিডিও
এবিষয়ে তাদের জিজ্ঞেস করা হলে তাদের বক্তব্য, ‘এটা বাড়ির মতোই মনে হয়। এখানে অনেক বেশি ভালো আছি, সুখে আছি। এখানে সবাই আপনজনের মতো, তাই আলাদা করে মনে হয় না বৃদ্ধাশ্রমে আছি।
বৃদ্ধাশ্রম কমিটি যেভাবে এই বয়যিষ্ঠদের সুখসুবিধায় নিজেদের আত্মনিয়োগ করেছেন তা সত্যিই অনুপ্রেরনামূলক। সেই আনন্দের ভিডিয়োটি নীচে রইল আপনার জন্য।