১৭ হাজার ফুট উচ্চতা, মাইনাস ২০ ডিগ্রি তাপমাত্রায় সাধারণতন্ত্র দিবস উদযাপন ITBP বাহিনীর
৭১ তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে ভারত মাতার আরাধনায় মেতে উঠেছে গোটা দেশ। স্কুলে, পাড়ায় পতাকা উত্তোলন থেকে শুরু করে দিল্লীর রাজপথে কুচকাওয়াজ সবকিছু মিলিয়ে সুন্দর দৃশ্যের সাক্ষী হচ্ছেন সকলে। এই ঐতিহাসিক উৎসবে সামিল রয়েছেন গোটা দেশের দুর্গম স্থানের কর্তব্যরত সামরিক ও আধাসামরিক বাহিনীও।
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেল বরফের মধ্যে পতাকা হাতে এগিয়ে চলেছেন ইন্দো-টিবেটিয়ান বর্ডার পুলিশ বাহিনী। ১৭ হাজার ফুট উচ্চতায়, মাইনাস ২০ ডিগ্রি তাপমাত্রার মধ্যে বরফের ওপর দিয়ে যাওয়ার সময় ‘বন্দেমাতরম’ ও ‘ভারতমাতা কী জয়’ স্লোগানে মুখরিত হচ্ছিলো চারিদিক।
আরও পড়ুন : প্রজাতন্ত্র দিবস উদযাপন, রাষ্ট্রপতিকে জাতীয় স্যালুট দিয়ে সম্মান
৫৮ সেকেন্ডের এই ভিডিও রীতিমতো শিহরণ জাগায়। সাধারণ মানুষ যেখানে বিভিন্ন সুযোগ সুবিধার মধ্যেও ঠান্ডায় কাবু সেখানে এই দুর্গম জায়গায় থেকে তারা দেশকে নিরাপত্তা দিতে কখনো পিছপা হন না।ভারতের এই বীর সন্তানদের কুর্নিশ জানিয়েছে গোটা দেশ।
১৯৬২ সালের ২৪ শে অক্টোবর উত্থাপিত হয় এই বাহিনী। বর্তমানে লাদাখের কারাকোরাম পাস থেকে অরুনাচল প্রদেশের জাচেপ লা অবধি ভারত-চীন সীমান্তের ৩৪৮৮ কিমি পর্যন্ত তারা মোতায়েন রয়েছে। এটি একটি বিশেষভাবে প্রশিক্ষিত পর্বতারোহী বাহিনী, যাদের বেশিরভাগই পুরুষ।বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সারাদেশ জুড়ে বহু ত্রাণকার্য চালিয়ে যাচ্ছে এই বাহিনী।