কৌশিক পোল্ল্যে: প্রতিবছর প্রজাতন্ত্র দিবসের সময় ভারতবর্ষের সর্বোচ্চ সামরিক সম্মানগুলির পুরষ্কারের তালিকা প্রকাশ করা হয়। প্রতিবছরই ভারতীয় সিনেমায় অবদানের জন্য কোনো বা কোনো বলি তারকা এই সম্মান পেয়েই থাকেন, এবছরও তার ব্যতিক্রম হয়নি।
এবার পদ্ম পুরষ্কারের তালিকায় যে দুই বলি সেলেব পাশাপাশি রয়েছেন, তাদের মধ্যে সম্পর্ক আদায় কাঁচকলায়। তারা আর কেউ নন, বলিউডের জন্ম-জন্মান্তরের শত্রু কঙ্গনা রানাওয়াত ও করন জোহর।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : ‘আমি মুসলমান, আমার স্ত্রী হিন্দু এবং আমার বাচ্চারা হিন্দুস্তান’, প্রজাতন্ত্র দিবসে বললেন শাহরুখ খান
এদের মধ্যে শত্রুতার কথা সকলেই জানেন। নেপোটিজম নিয়ে করনের সঙ্গে মনমালিন্যের জেরে উভয়ের মধ্যে সম্পর্কের অবনতি হয়। এরই মধ্যে তৃতীয় ব্যক্তি হিসেবে কঙ্গনার বোন রঙ্গোলি প্রবেশ করেন এবং ট্যুইটারে নানাভাবে করনকে কটাক্ষ করে সেই আগুনে ঘি ঢেলে দেন।
এবার উভয়েই পুরষ্কারের মঞ্চে একত্রে প্রবেশ করতে পারেন। সেক্ষেত্রে উভয়ের সম্পর্ক বন্ধুত্বপূর্ন হয় কিনা সেটাই দেখার বিষয় হবে।