নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৭ উইকেটে জয়ের পর শ্রেয়স আইয়ার বলেছেন রান তাড়া করার কৌশল তিনি বিরাট কোহলির কাছ থেকে শিখেছেন। ম্যাচের পর তিনি জানান “কোহলি হল একজন অন্যতম উদাহরণ যার কাছ থেকে ইনিংস কিভাবে গড়তে হয় সেটা আমি শিখেছি। তিনি ব্যাট করতে নেমে সবসময় দলকে জিতিয়ে আহতে চান এবং তার জন্য তিনি নিজের সবটুকু উজাড় করে দেন”।
দ্বিতীয় ম্যাচে ব্ল্যাক ক্যাপসদের হারিয়ে ভারত সিরিজে ২-০ এগিয়ে গেলো। এদিন ভারতীয় বোলাররা ১৩২-৫ স্কোরের মধ্যেই কিউয়িদের আটকে রাখতে সক্ষম হন। রবীন্দ্র জাদেজা দুর্দান্ত বোলিং প্রদর্শন করেন, নির্ধারিত ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৮ রান দিয়ে দুটি উইকেট দখল করেন তিনি। মহম্মদ শামি, শিবম দুবে ও শার্দুল ঠাকুর একটি করে উইকেট নেন। ব্যাট করতে নেমে কে এল রাহুলের ৫৭ এবং শ্রেয়স আইয়ারের ৪৪ রান ভারতকে ১৫ বল বাকি থাকতে থাকতেই জয় এনে দেয়।
আরও পড়ুন : ব্যাট হাতে মাঠে ফিরছেন যুবরাজ সিং, নতুন কোন দল তাকে নিলেন
আজ প্রজাতন্ত্র দিবসের দিনে দলের জয়ে অংশ নিতে পারায় অত্যন্ত গর্বিত বোধ করছেন শ্রেয়াস আইয়ার। তিনি জানিয়েছেন, “এত বড় মঞ্চে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে পারায় অত্যন্ত খুশি আমি। এছাড়া ভারত অধিনায়ক বিরাট কোহলি ও রোহিত শর্মা সবসময়ই নবাগতদের উদ্বুদ্ধ করেন, যেটা তরুণ খেলোয়াড়দের থেকে মাঠের মধ্যে সেরাটা বের করে নিয়ে আসে। তাছাড়াও বর্তমানে আইপিএল এর মত একটি প্ল্যাটফর্ম তরুণদের অনেক সমৃদ্ধ করে তুলছে যা পরবর্তীতে তাদের অনেক কাজে আসছে”।