ভারতীয় ক্রিকেটের উদীয়মান এক তারকা ঋষভ পন্ত। ঘরোয়া ক্রিকেট ও আইপিএল এর মঞ্চে অসংখ্য ম্যাচ জেতানো ইনিংস রয়েছে তার। সেই সুবাদে ভারতীয় দলে সুযোগ পান রিষভ কিন্তু তিনি ভারতের সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে সেভাবে তার নামের প্রতি সুবিচার করতে পারেননি। সেইজন্য অনেক সমালোচনাও হয়েছে তাকে নিয়ে।
সম্প্রতি ভারতীয় দল তাকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে কে এল রাহুলের মতো একজন স্বল্প সময়ের উইকেটরক্ষকের হাতে ভারতীয় দলের দস্তানা তুলে দিয়েছে। এই বিষয়ে কিংবদন্তি অলরাউন্ডার কপিল দেবকে প্রশ্ন করা হলে তিনি সোজাসাপ্টা উত্তর দেন যে, “এটা ভারতীয় টিম ম্যানেজমেন্টের ব্যাপার, আমি এ বিষয়ে কিভাবে জানতে পারি। ভারতীয় দল ঠিক করবে তারা কাকে দিয়ে ওপেন করাবে বা কাকে তিন নম্বরে খেলাবে”।
আরও পড়ুন : ব্যাট হাতে মাঠে ফিরছেন যুবরাজ সিং, নতুন কোন দল তাকে নিলেন
বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক কপিল দেব বলেছেন রিষভ পন্তের মতো প্রতিভাবান ক্রিকেটারের কাজ তার সমালোচকদের ভুল প্রমাণ করা। তিনি জানান, “পন্ত একজন প্রতিভাবান ক্রিকেটার। সে কাউকে দোষ দিতে পারে না। তাকে তার নিজের ক্যারিয়ার দেখাশোনা করতে হবে। তার পক্ষে একমাত্র উপায় হল ম্যাচে রান করে এবং ভাল খেলে সবাইকে ভুল প্রমাণ করা। আপনি যখন মেধাবী হন, লোককে ভুল প্রমাণ করা আপনার কাজ”।