দেশনিউজ

ভবিষ্যতে যদি পাকিস্তানের সাথে কোনও আলোচনা হয়, তা শুধুমাত্র PoK-এর মধ্যে সীমাবদ্ধ থাকবে : রাজনাথ

Advertisement

সারা দেশ জুড়ে চলছে কেন্দ্রের নয়া নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ। চলছে দলীয় কর্মসূচিও। লাগাতার কর্মসূচির মাধ্যমে বিজেপি বিরোধী দলগুলি প্রতিবাদ জানাতে তটস্থ।

সোমবার কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নাগরিকত্ব আইন সম্বন্ধে বলেন যে, ভবিষ্যতে যদি পাকিস্তানের সাথে কোনও আলোচনা হয় তবে তা শুধুমাত্র পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের (পিওকে) মধ্যে তা সীমাবদ্ধ থাকবে।

তিনি NRC নিয়েও বলেন যে, প্রতিটি দেশেই কেন্দ্রীয় সরকারের সেই দেশে বসবাসকারী আইনী নাগরিক এবং অবৈধ নাগরিকের সংখ্যা জানার অধিকার রয়েছে। তাই তারমতে NRC কোনোরকম অসাংবিধানিক নয়।

আরও পড়ুন : ভারতীয় নাগরিকত্ব পেতে, দিতে হবে ধর্মের প্রমাণ

নাগরিকত্ব সংশোধনী আইন বা CAA সম্পর্কে কথা বলতে গিয়ে রাজনাথ সিং বলেন যে, আইনটি কোনও ধর্মের অনুভূতিতে আঘাত করে না। তবে কেউ যদি সরকারের বিরুদ্ধে গিয়ে পরিস্থিতি জটিল করার সৃষ্টি করে তবে তাদের রেহাই দেওয়া হবে না।

কর্ণাটকের মঙ্গলুরুতে বক্তৃতা দেওয়ার সময় রাজনাথ সিং বলেন যে, সিএএ কোনও ধর্মের অনুভূতিতে আঘাত দেওয়ার আইন নয়। বরং ধর্মীয় নিপীড়নের শিকার যারা তাদের বাঁচানোর ও নাগরিকত্ব দেওয়ার আইন।

Related Articles

Back to top button