Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

করন জোহর ও একতা কাপুরের পদ্মশ্রী পাওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য কঙ্গনার

কৌশিক পোল্ল্যে: বলিউডে বির্তক উঠবে আর তাতে কঙ্গনা রানাওয়াত থাকবেন না, তা কী হয়! আবারো নতুন করে যুদ্ধের মেঘ দানা বেঁধেছে করন জোহর ও কঙ্গনা রানাওয়াতের মধ্যে। শুধু করন কেন…

Avatar

কৌশিক পোল্ল্যে: বলিউডে বির্তক উঠবে আর তাতে কঙ্গনা রানাওয়াত থাকবেন না, তা কী হয়! আবারো নতুন করে যুদ্ধের মেঘ দানা বেঁধেছে করন জোহর ও কঙ্গনা রানাওয়াতের মধ্যে।

শুধু করন কেন গোটা বলিউডের সঙ্গেই একপ্রকার দন্দ্ব বাঁধিয়ে বসে রয়েছেন কঙ্গনা। আবার তারই মধ্যে সোশালে বিভিন্ন সেলেবদের কটাক্ষ করে মন্তব্যের বোমা ফাটান কঙ্গনার বোন রঙ্গোলি চান্দেল। এবার কঙ্গনা নিজেই করে বসলেন এক বিস্ফোরক মন্তব্য। এবছরের পদ্ম পুরষ্কারের তালিকায় রয়েছেন তিন বলি সেলেব যথা একতা কাপুর, করন জোহর ও কঙ্গনা রানাওয়াত।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : ‘পোশাক ঠিকঠাক করে পরুন’, প্রিয়াঙ্কাকে আক্রমন নেটিজেনদের

এই বিজ্ঞপ্তি ঘোষনা হওয়ার পরই এবিষয়ে কঙ্গনাকে প্রশ্ন করা হলে তার বক্তব্য, তিনি পদ্মশ্রী পাচ্ছেন সে বিষয়ে তিনি নিঃসন্দেহে খুশি। একতা কাপুর ও করন জোহরের মতো ফিল্মি পরিবার থেকে উঠে আসা লোকজনদের কাছে এমন সাফল্য স্বাভাবিক, কিন্তু নন ফিল্মি পরিবার থেকে বলিউডে এতটা পরিশ্রম করে এই পুরষ্কার পাওয়া, এবং এদের পাশে নিজের নামটা দেখতে পারা সত্যিই খুব গর্বের। এমন মন্তব্যে বাকি দুজনের তরফে কী প্রতিক্রিয়া আসে সেটাই লক্ষনীয় বিষয়।

About Author