Today Trending Newsদেশনিউজ

রেলপথ নিয়ে বড়সড় পরিকল্পনা, ঘোষণা রেলমন্ত্রকের

Advertisement

পরিবেশের সুরক্ষার কথা মাথায় রেখে ২০২৪ সালের মধ্যে গোটা রেলপথ সম্পূর্ণ বৈদ্যুতিকরণের পরিকল্পনা করলো রেলমন্ত্রক। এই প্রসঙ্গে সোমবার কেন্দ্রীয় শিল্প ও বাণিজ‌্যমন্ত্রী পীযূষ গোয়েল জানান, “পরিবেশ সম্পর্কে সচেতনতার উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০৩০ সালের মধ্যে রেলকে পুরোপুরি ‘নিট-জিরো এমিশন নেটওয়ার্ক’ এ পরিণত করা হবে।যার অর্থ হল রেল নেটওয়ার্ক হবে সম্পূর্ণভাবে দূষণ-মুক্ত।”

এছাড়াও ইন্ডিয়া-ব্রাজিল বিজনেস ফোরামের এক আলোচনাসভায় রেলমন্ত্রী বলেন, “২০২৪ সালের মধ্যে যতখানি সম্ভব রেলকে বৈদ্যুতিকরণ করা হবে। পরিবেশের প্রতি আমাদের দায়িত্ব থেকে যায় তাই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি। এর ফলে রেল থেকে কোনও রকম দূষণ ঘটবে না। সব ঠিকঠাক হয়ে গেলে এতো বড় রেল নেটওয়ার্ক বৈদ্যুতিকরণে ভারত হবে বিশ্বের প্রথম দেশ।”
প্রয়োজনে রেলের পরিষেবা আরও বাড়াতে ব্রাজিলের সাহায্য নেওয়া হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন : ‘দেশের অর্থনীতির উপর ভরসা হারাচ্ছেন নাগরিকরা’, মন্তব্য নোবেলজয়ী অর্থনীতিবিদের

রেলের দূষণ রোধ করা নিয়ে আগে থেকেই পরিকল্পনা গ্রহণ করেছে রেলমন্ত্রক। একটি রিপোর্ট অনুযায়ী জানা গেছে রেলের থেকে আগত কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ৬.৮৪ মিলিয়ন টন যাতে পরিবেশের ব্যাপক ক্ষতি হয়ে যাচ্ছে। এটি নিরাময়ের একমাত্র উপায় হল সম্পূর্ণ বৈদ্যুতিকরণ পদ্ধতি। শুধু দূষণ কমানোই নয় রেলে ব্যবহৃত কয়লা অন্য কাজে ব্যবহার করা যাবে, ফলে খনিজ সম্পদের কার্যকারিতাও বাড়বে।

Related Articles

Back to top button