সরস্বতী পুজোকে ঘিরে অপেক্ষার অবসান হতে চলেছে। মাঘ মাসের শুক্লা পঞ্চমি তিথিতে বাগদেবীর আরাধনায় মেতে ওঠে সকলে। এ বছর অর্থাৎ ২০২০ তে সরস্বতী পুজো চলবে দুদিন ধরে। পঞ্চমী শুরু হচ্ছে ২৯ জানুয়ারি বুধবার সকাল ৮:৪৭ মিনিট থেকে, অঞ্জলি দেওয়া যাবে ৩০ জানুয়ারি বৃহস্পতিবার ১০:৫৬ পর্যন্ত।
সরস্বতী পুজার দিন সকাল সকাল উৎসাহ-উদ্দীপনায় মেতে ওঠে পড়ুয়ারা। মন্ডপ সাজানো, প্রতিমা আনা, বাজার করা ফুল জোগাড় করা, প্রসাদ তৈরি, অঞ্জলি প্রভৃতিতে ব্যস্ত থাকে সবাই।
আরও পড়ুন : পশ্চিমী ঝঞ্ঝার জেড়ে টানা দু’দিন বৃষ্টি রাজ্যের এই জেলাগুলিতে, জানাল হাওয়া অফিস
এই দিনটিকে বাঙালির ভ্যালেন্টাইন্স ডেও বলা হয়ে থাকে। শাড়ি আর পাঞ্জাবিতে তরুণ-তরুণীদের দেখা যায় বিভিন্ন স্থানে। তবে সব থেকে নজর কাড়ে খুদে পড়ুয়াদের হলুদ শাড়ি পড়ে বাগদেবীর আরাধনায় বিদ্যালয়ে যাওয়াটা। এদিন নানা স্থানে আয়োজন করা হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের।