Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’ এর নতুন হিরো সুপারস্টার ‘রজনীকান্ত’

‘ম্যান ভার্সাস ওয়াইল্ড’ সিরিয়ালের জন্য টিভি প্রেজেন্টার গ্রিলস আবার শুটিং শুরু করতে চলেছেন, সোমবারই এমনটা ঘোষণা করা হয়েছে। এ বার এই জনপ্রিয় শোতে অভিনয় করতে দেখা যাবে চ্যানিং টাটুম, ব্রাই…

Avatar

‘ম্যান ভার্সাস ওয়াইল্ড’ সিরিয়ালের জন্য টিভি প্রেজেন্টার গ্রিলস আবার শুটিং শুরু করতে চলেছেন, সোমবারই এমনটা ঘোষণা করা হয়েছে। এ বার এই জনপ্রিয় শোতে অভিনয় করতে দেখা যাবে চ্যানিং টাটুম, ব্রাই লারসন, জোয়েল ম্যাকহেল, ক্যারা ডেলেভিঙ্গনে, রব রিগ্ল, আর্মি হ্যামার ও ডেভ বাতিস্তার মতো হলিউডের অভিনেতা, অভিনেত্রীদের।

গ্রিলস ‘ম্যান ভার্সাস ওয়াইল্ড’ সিরিয়ালের জন্য গত লোকসভা নির্বাচনের পরেই উত্তরাখণ্ডের ‘জিম করবেট ন্যাশনাল পার্কে’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে শুটিং করেছিলেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : করন জোহর ও একতা কাপুরের পদ্মশ্রী পাওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য কঙ্গনার

এ বার দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত কে দেখা যাবে টিভি সিরিয়াল ‘ম্যান ভার্সাস ওয়াইল্ড’-এ। টিভি চ্যানেলের সূত্রে খবর, রজনীকান্তকে নিয়ে তোলা এপিসোডের শুটিং হবে কর্নাটকের বাঁদিপুর ন্যাশনাল পার্কে। রজনীকান্ত চলচ্চিত্র জগতের বহু উচ্চমানের অভিনেতা, বহু দশক ধরেই তার জনপ্রিয়তা বজায় রয়েছে।

About Author