‘রাজ্যের জন্য কাজ করতে চাই’ : নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়
মঙ্গলবার কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডি-লিট সম্মান পেলেন সম্প্রতি নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। তিনি এর আগে ভারতে আসলেও কখনই রাজ্যের জন্য কাজ করার আগ্রহ প্রকাশ করেননি। এদিন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডি-লিট সম্মান গ্রহন করার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যান নবান্নে। সঙ্গে ছিলেন তার মা নির্মলা দেবী।
এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বেড়িয়ে আসার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “রাজ্যের বিভিন্ন প্রকল্পের কথা শুনেছি, সুযোগ হলে কাজ করার ইচ্ছা আছে।” তবে কবে তিনি রাজ্যের হয়ে কাজ করতে চান সে বিষয়ে প্রশ্ন করলে তার বক্তব্য, “হঠাৎ করে কোনো কিছু না জেনে কাজ করা আমার স্বভাব বিরুদ্ধ, বিষয়গুলি নিয়ে পড়াশোনা করব, তারপর সিদ্ধান্ত নেব।”
আরও পড়ুন : CAA প্রত্যাহার করা হবে না, দিল্লি থেকে হুংকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
এদিন মঙ্গলবার, নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়ার আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে ডি-লিট সম্মানে সম্মানিত করা হয় নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে। তার হাতে এই সম্মান তুলে দেওয়ার কথা ছিল রাজ্যপাল রামনাম কোবিন্দের। কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বিক্ষোভের জেরে শেষমেশ পিছু হটতে হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে।
উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, রাজ্যপালকে ছাড়াই সমাবর্তন অনুষ্ঠান হবে। তিনি নিজে অভিজিত বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের হাতে ডি-লিট সম্মান তুলে দেবেন। সেই মতোই চলে পুরো প্রক্রিয়া।