নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচ খেলতে ভারত বুধবার ২৯ শে জানুয়ারি হ্যামিল্টনের সিডন পার্কে নামতে চলেছে। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির এখন প্রত্যেকটি ম্যাচেই কোনো না কোনো একটি রেকর্ড করা যেন অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। এই ম্যাচেও অধিনায়ক হিসেবে আরও একটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন বিরাট কোহলি।
তৃতীয় ম্যাচে আর মাত্র ২৫ রান করলেই মহেন্দ্র সিংহ ধোনিকে টপকে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে রান সংগ্রহের তালিকায় তৃতীয় স্থানে উঠে আসবেন কোহলি। বর্তমানে এই তালিকায় প্রথম স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ দু’প্লেসি, তার সংগ্রহ ১২৭৩ রান। দ্বিতীয় স্থানে ১১৪৮ রান করে রয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। তৃতীয় স্থানে রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি (১১১২ রান) এবং তার ২৪ রান পিছনে আছেন বিরাট কোহলি(১০৮৮)।
আরও পড়ুন : তৃতীয় টি-টোয়েন্টিতে ভারতীয় দলে বড় পরিবর্তন, বাদ পড়তে পারেন এই ক্রিকেটার
এছাড়াও আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বিরাট কোহলি এবং কেন উইলিয়ামসন সর্বাধিক ৮ টি করে অর্ধশতরান করে যৌথভাবে শীর্ষে রয়েছেন। তাই তৃতীয় ম্যাচে দুজনের কাছেই সুযোগ থাকছে একে অপরকে টপকে যাওয়ার। এই সিরিজে বিরাট কোহলি এখন পর্যন্ত দুই ম্যাচ মিলিয়ে ৪৫ রান করেছেন এবং কোন অর্ধশতরান করতে পারেননি। সেখানে উইলিয়ামসন প্রথম ম্যাচে একটি অর্ধশতরান করে ফেলেছেন।