নিউজরাজ্য

শিক্ষা ব্যবস্থায় নতুন ভাবনা রাজ্যের, গল্পের বই উপহার ছাত্র-ছাত্রীদের

Advertisement

বিজ্ঞানের অভাবনীয় উন্নতির যুগে প্রতিটি বাড়িতে এসে পৌঁছেছে মোবাইল ফোন। এই স্মার্ট ফোনের সৌজন্যে শিশুদের পড়াশোনা ও খেলাধুলার জগতে টান পড়েছে। ইঁদুর দৌড়ের প্রতিযোগিতায় নিজের সন্তানকে শ্রেষ্ঠ প্রমাণ করতে পাঠক্রমের বই পাঠে যতটা কড়াকড়ি করেন অভিভাবকরা, সৃজনশীল পাঠ বা অতিরিক্ত বই পাঠের ব্যাপারে উৎসাহ দিতে তেমন আগ্রহ দেখায় না তাঁরা। তাই, এবার সেই কাজে এগিয়ে এসেছে রাজ্য সরকার।

‘একটি ভালো বই একশো বন্ধুর সমান।’ আব্দুল কালামের এই কথার সঙ্গে একমত হয়ে খুদে পড়ুয়াদের পাঠাভ্যাস গড়ে তুলতে আগ্রহী হয়েছে রাজ্য। বইপড়ার মাধ্যমে অক্ষর জ্ঞান মজবুত করা, সাবলীল বাক্য গঠনে পারদর্শী হয়ে ওঠা ও মনের কল্পনার জগৎকে প্রসারিত করার উদ্দেশ্যে বিদ্যালয় স্তরের পড়ুয়াদের গল্পের বই উপহার দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য শিক্ষা দপ্তর।

আরও পড়ুন : বিপাকে রাজ্য সরকার, সরস্বতী পুজো উপলক্ষে ছুটি কমানো হল সরকারি কর্মীদের

প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের এই গল্পের বই উপহার দেওয়া হবে। রাজ্য সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে শিক্ষক মহল। ইঁদুর দৌড়ের ঘেরাটোপ থেকে শিশুদের সৃজনশীল করে তোলা ও পাঠাভ্যাস গড়ে তোলার এমন উদ্যোগের প্রশংসা করেছেন বাংলার বিভিন্ন স্তরের মানুষ।

Related Articles

Back to top button