২১ শে ফেব্রুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হতে চলা দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ড্য। উপযুক্ত ফিটনেসের পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় আগেই নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ও একদিনের সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন হার্দিক এবার টেস্ট সিরিজ থেকেও ছিটকে গেলেন তিনি।
ব্যাঙ্গালোরের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি(এনসিএ) তে রিহ্যাবিলিটেশন চলছিল হার্দিকের। ভারতীয় বোর্ডের তরফে জানানো হয়েছে এনসিএ এর মুখ্য ফিজিও আশিষ কৌশিক এর সাথে মেরুদন্ড বিশেষজ্ঞ জেমস অ্যালিবোনের পরামর্শ নিতে লন্ডন যাচ্ছেন হার্দিক। তাই তাকে নিউজিল্যান্ড সফরে টেস্ট দলে তাকে পাওয়া যাবে না।
আরও পড়ুন : IPL শুরুর আগে জোড় জল্পনা, ফের সংঘাত শাহরুখ-সৌরভ
নিউজিল্যান্ড সফরের পর মার্চে সাউথ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে একদিনের সিরিজ খেলবে ভারতীয় দল সেখানেও হার্দিককে পাওয়া যাবে কিনা তারও নিশ্চয়তা নেই। বোর্ডের তরফে জানানো হয়েছে যতদিন না হার্দিক পুরোপুরি সুস্থ হয়ে উঠছেন ততদিন ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে শুশ্রূষা চলবে। আইপিএল শুরু হতে বেশি দেরি নেই এবং এই বছরেই রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ তাই পুরোপুরি ফিট হার্দিককে যত তাড়াতাড়ি সম্ভব দলে পেতে চাইছে টিম ম্যানেজমেন্ট।