কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে এলআইসি কে বেসরকারিকরণ করা হবে আর তারই প্রতিবাদে এলআইসি কর্মীরা আগামীদ ৩/৪ ফেব্রুয়ারি সর্বভারতীয় স্তরে ধর্মঘট ডেকেছে। কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতায় ৩/৪ তারিখ এক ঘন্টা কাজ বন্ধ করে প্রতীকী প্রতিবাদ জানানো হবে এবং পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক শ্রীকান্ত মিত্র।
তার সাথে তিনি এও বলেছেন সকলে মিলে প্রতিবাদ করলে এই সিদ্ধান্ত রুখে দেওয়া সম্ভব কারণ এই প্রস্তাব বাস্তবায়নের জন্য সংসদে অনেক ধাপ অতিক্রম করতে হবে, প্রয়োজন আছে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনেরও। তিনি কটাক্ষ করে বলেছেন এয়ার ইন্ডিয়ার জন্য ক্রেতা না পাওয়ায় এবার তাদের কোপ পড়েছে এলআইসির ওপর। বাজেটে এই ঘোষণার বিরুদ্ধে প্রতিবাদ করছেন গ্রাহকরাও।
আরও পড়ুন : LIC-তে শেয়ার বিক্রি করবে সরকার, ঘোষণা অর্থমন্ত্রীর
বাজেটে অর্থমন্ত্রী নির্মল সীতারমণ বলেছেন এলআইসির অংশীদারিত্বের কিছু অংশ সরকার বিক্রি করতে চায়, গত বছর রাজকোষে যে পরিমাণ ঘাটতি ছিল আগামী বছরে যাতে সেই পরিমাণ কম হয় সেই কারণেই বেসরকারি বিনিয়োগ করা হবে এলআইসি তে।
এলআইসি আইটি ও করে দেওয়া হবে। তবে কত শতাংশ শেয়ার বিক্রি করা হবে তা নিয়ে এখনও কিছু বলা হয়নি। এতদিন পুরোপুরিভাবে সরকারের হাতে থাকা এলআইসি বেসরকারিকরণ নিয়ে গ্রাহকরা তাদের জমাপুঞ্জির নিরাপত্তা নিয়ে চিন্তিত। এর আগে রেল এবং এয়ার ইন্ডিয়া কেও বেসরকারীকরণ করা হয়েছিল।