মাউন্ট মাঙ্গানুইয়ে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচ ৭ রানে জিতে প্রথমবার কোন দল হিসেবে নিউজিল্যান্ডকে ৫-০ ব্যবধানে হারালো ভারত। শুধু তাই নয় কোনো একটি দল হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৫-০ ব্যাবধানে জয়লাভ করার নজির গড়লো ভারতীয় ক্রিকেট দল। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন দায়িত্বপ্রাপ্ত ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা। আজ ম্যাচে বিরাট কোহলি না খেলায় তার পরিবর্তে দলে আসেন রোহিত এবং অধিনায়কত্ব করার পাশাপাশি নিজের ওপেনিং স্থানটি সঞ্জু স্যামসন কে ছেড়ে দেন।
কে এল রাহুলের সাথে ওপেনিং করতে নামেন সঞ্জু স্যামসন। আজকেও সুযোগকে কাজে লাগাতে ব্যর্থ হন স্যামসন, ২ রানের মাথায় আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। তিন নম্বরে ব্যাট করতে নেমে ৪১ বলে ৬০ রান করে পেশিতে টান ধরায় মাঠ ছাড়েন রোহিত, পরবর্তী সময়ে ফিল্ডিং করতেও আসেননি তিনি। রাহুলের ৪৫ ও শ্রেয়সের ৩৩ রানের উপর ভর করে ভারত তিন উইকেট হারিয়ে ১৬৩ রান তুলতে সক্ষম হয়।
আজ বিরাট কোহলি বিশ্রাম নেওয়ায় ম্যাচে দুজন অধিনায়কত্ব করেছেন ভারতের হয়ে। প্রথমার্ধে রোহিত শর্মা এবং তিনি চোট পাওয়ায় দ্বিতীয়ার্ধে কে এল রাহুল। প্রথমবার দলকে নেতৃত্ব দিলেও রাহুলের নেতৃত্ব নজর কাড়ে ধারাভাষ্যকার সহ অন্যান্য দর্শকদের। বোলিং পরিবর্তন সহ ফিল্ডিং সাজানো, সতীর্থদের উৎসাহ জোগানো ও মনোবল বাড়ানোর মতো কাজগুলো অত্যন্ত দক্ষ হাতে সামলান তিনি। যা নিয়ে ম্যাচের শেষে বিরাট কোহলি জানান তিনি অত্যন্ত খুশি কারণ রোহিত ও তার মত অভিজ্ঞ খেলোয়াড় মাঠে না থাকা সত্ত্বেও তরুণ খেলোয়াড়রা যেভাবে ম্যাচটি জিতলো তা প্রশংসনীয়।
আরও পড়ুন : ভারত যাবে না পাকিস্তানে, এশিয়া কাপ সরানো হল দুবাইয়ে
১৬৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে যায় নিউজিল্যান্ড। এরপর টিম সাইফার্ট ও রস টেলর ম্যাচের হাল ধরেন। চতুর্থ উইকেটের জুটিতে তারা দুজন ৯৯ রান যোগ করেন। এরপর নবদীপ সাইনির বলে টিম সাইফার্ট আউট হতেই ভারত ম্যাচে ফিরে আসে। বুমরাহ আজ অসাধারণ বোলিং করেন। শুরুতেই বিধ্বংসী মার্টিন গাপটিল কে এলবিডব্লিউ এর ফাঁদে ফেলেন তিনি। ৪ ওভার বল করে একটি মেডেন ওভার সহ মাত্র ১২ রান দিয়ে তিনটি উইকেট দখল করে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন বুমরাহ। পুরো সিরিজ জুড়ে অনবদ্য প্রদর্শনের জন্য সিরিজ সেরা মনোনীত হয়েছেন কে এল রাহুল।