চলতি বছরেই হতে চলেছে অলিম্পিক প্রতিযোগিতা। এই প্রতিযোগীতা চলবে জুলাইয়ের ২৪ থেকে আগস্টের ৯ তারিখ পর্যন্ত, অনুষ্ঠিত হবে টোকিওতে। আর এই অলিম্পিকের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার অনুরোধ পৌছে গেল মহারাজার কাছে। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের তরফ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়কে অনুরোধ করা হয়েছে।
আইএএনএসের খবর অনুযায়ী, ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচীব রাজীব মেহতা সৌরভ গঙ্গোপাধ্যায়কে চিঠিতে আহ্বান জানিয়েছেন। সেই চিঠিতে লেখা রয়েছে, “চলতি বছরের এই অলিম্পিকে ১৪-১৬ টি স্পোর্টস ক্যাটেগরি থেকে দেশের ১০০-২০০ জন অ্যাথলিট অলিম্পিকে অংশগ্রহন করবে। এই প্রতিযোগিতায় সিনিয়রের পাশাপাশি প্রথমবার অংশ নিতে চলেছে ক্রীড়াবিদগন।”
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : নিউজিল্যান্ডকে ৫-০ তে সিরিজ জিতে নজির গড়ল ভারত
সেই চিঠিতে সৌরভকে জানানো হয়েছে, তিনি যুব সমাজের কাছে অনুপ্রেরণা, তিনি সেখানে উপস্থিত থাকলে তরুন প্রতিভাদের মনোবল বাড়াবে। তবে মহারাজার তরফে কোনো কিছু এখনোও পর্যন্ত না জানানো হলেও তার ঘনিষ্ঠ মহলের মতে এই ডাক ফিরিয়ে দেবেন না সৌরভ গঙ্গোপাধ্যায়।
গত ২০১৬ সালের অলিম্পিকে শুভেচ্ছাদূত হিসেবে উপস্থিত ছিলেন, সোচিন তেন্ডুলকর, অভিনব বিন্দ্রা, প্রখ্যাত মিউজিশিয়ান এআর রহমান ও অভিনেতা সলমান খান। চলতি বছরের আসন্ন এই অলিম্পিকে সৌরভ উপস্থিত থাকবেন কিনা সেটিই দেখার।