রবিবার মাউন্ট ম্যাঙ্গানুইয়ের বে ওভালে নিউজিল্যান্ডকে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে সাত উইকেটে হারিয়ে প্রথম দল হিসেবে টি-টোয়েন্টি সিরিজ ৫-০ ব্যবধানে জিতলো ভারত। জসপ্রিত বুমরাহের দুর্দান্ত বোলিং ভারতকে সিরিজে অপরাজিত থাকার জন্য সাহায্য করে এবং তারা ১৬৩ রানের লক্ষ্য সফলভাবে প্রতিরোধ করে।
নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি এই ম্যাচে বিশ্রাম নেওয়ায় ভারতের অধিনায়ক ছিলেন রোহিত শর্মা। ভারত টস জিতে প্রথমে ব্যাট করতে নামলে রোহিত সামনে থেকে নেতৃত্ব দিয়ে ৪১ বলে ৬০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। তবে ব্যাটিংয়ের সময় চোট পান তিনি।
আরও পড়ুন : নিউজিল্যান্ডকে ৫-০ তে সিরিজ জিতে নজির গড়ল ভারত
রোহিত ব্যাট করার সময় তার পায়ের পেশিতে(কাফ মাসলে) চোট পেয়েছেন। এজন্য তিনি নিউজিল্যান্ডের ব্যাটিং এর সময় ফিল্ডিং করতেও আসেননি। তার পরিবর্তে ভারতীয় দলকে নেতৃত্ব দেন কে এল রাহুল এবং ভারতকে সামান্য ব্যবধানে জিতিয়ে দেন।
ভারতের ৫-০ জয়ের পর রাহুল ম্যাচ পরবর্তী পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে রোহিতের চোট সম্পর্কে আপডেট দেন। রাহুল বলেছেন “ফেব্রুয়ারির ৫ তারিখ থেকে শুরু হতে চলা একদিনের সিরিজের আগে রোহিত ঠিক হয়ে যাবে। রোহিতের সাথে যা ঘটেছে তা দুর্ভাগ্যজনক, তবে আশা করি দু’দিনেই তিনি সুস্থ হয়ে উঠবেন”।