ক্রমাগত করোনাভাইরাসের আতঙ্ক বেড়েই চলেছে ভারতে। আরও এক ব্যক্তি করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে সোমবার দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি হলেন,জানা গেছে তিনি চিনের হুয়ান থেকে দেশ থেকে এসেছেন কিছুদিন আগে।
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গত সপ্তাহে ১৩ জন ভরতি হয়েছিলেন দিল্লির RML হাসপাতালে, তার মধ্যে ৮ জনের রক্ত পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এসেছে। বাকি ৫জনের রিপোর্ট আসেনি এখনো। সোমবার আরও একজন করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হলে তার রক্তের নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে। দিল্লির হাসপাতালে ভর্তি মোট ৬ জনের রক্ত পরীক্ষার রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে।
আরও পড়ুন : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছাড়ালো ৪২৫, আতঙ্কে ভারতও
করোনাভাইরাস সংক্রমণকে সোমবার রাতে ‘রাজ্য বিপর্যয়’ হিসেবে ঘোষণা করছেন পিনারাই বিজয়ন সরকার।কেরালায় এখনো পর্যন্ত তিন জনের শরীরে করোনাভাইরাস সংক্রমণের প্রমান পাওয়া গেছে।
পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। বেড়েই চলেছে মৃতের সংখ্যা। তবে এই ভাইরাসে সবচেয়ে সংকট জনক অবস্থায় রয়েছে চিন।