করোনাভাইরাসের ভয়াবহতা বেড়েই চলেছে চিন সহ গোটা বিশ্বে।এখনও পর্যন্ত ৪২৫ জনের মৃত্যু হয়েছে চিনে। সংক্রমণ যাতে নিজেদের দেশে ছড়িয়ে না পড়ে তাই সচেতনতা বাড়াতে মঙ্গোলিয়া, রাশিয়া ও নেপাল চীনের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে। ভারত-সহ মোট ২৪টি দেশে করোনা ভাইরাস আক্রান্তের সন্ধান মিলেছে।
সংক্রমণ আটকাতে চিন-সহ অন্য যে কোনও দেশের বিদেশি নাগরিকদের জন্যে ভারত সরকার বিবৃতি জারি করে জানিয়েছে চিন থেকে এদেশে আসার জন্য ভিসা এখন ‘অবৈধ’ বলে গৃহীত হবে। ঝুঁকি এড়াতেই যে এই সিদ্ধান্ত এমনটাই মনে করা হচ্ছে। এর আগেও চিনে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, পরে বিমানবন্দরগুলিতে থার্মাল স্ক্রিনিং করা শুরু হয়।
আরও পড়ুন : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছাড়ালো ৪২৫, আতঙ্কে ভারতও
ভারতীয় দূতাবাসের তরফে বেজিংয়ে টুইট করে জানানো হয়েছে , কোনও ভিসা বৈধ নয় ভারতে যাওয়ার জন্য।তবে যাঁরা ইতিমধ্যেই ভারতে রয়েছে এবং যাঁরা ১৫ জানুয়ারির পর চিন সফর করে দেশে ফিরেছেন, তাঁদের সবাইকে অনুরোধ করা হচ্ছে ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের হটলাইন নম্বরে যোগাযোগ করার জন্য।
এবং এবিষয়ে কারও কিছু জানার থাকলে দূতাবাসের সঙ্গে যোগাযোগের নির্দেশ দেওয়া হয়েছে। করোনাভাইরাস নিয়ে ‘গ্লোবাল হেল্থ এমার্জেন্সি’ জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) তাই সতর্কতা বজায় রেখে চিন থেকে এ দেশে আসার জন্যে সমস্ত ভিসা আপাতত বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় বিদেশমন্ত্রক।