Today Trending Newsনিউজরাজ্য

ফের রাজ্যে আবহাওয়ার পরিবর্তন, আগামী ৪৮ ঘণ্টার জন্য বড়সড় আপডেট দিল হাওয়া অফিস

Advertisement

প্রবল হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। একইসঙ্গে বাড়ছে পূবালী বায়ুপ্রবাহের দাপট। যার ফলে শীতের এই শেষ লগ্নে এসে দেখা যেতে পারে বৃষ্টির দাপট। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ৪৮ ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে। বৃষ্টি হতে পারে দার্জিলিং পার্বত্য অঞ্চলে।

দক্ষিণবঙ্গের কলকাতা সহ আশেপাশের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়াতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং জেলার বিভিন্ন অংশে বৃষ্টি হতে পারে। তবে পার্বত্য অঞ্চলে তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আরও পড়ুন : বনগাঁর জনসভা থেকে স্থানীয় নেতাদের বিশেষ বার্তা মুখ্যমন্ত্রী মমতার

পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী বায়ুপ্রবাহের দাপট বাড়ার কারনেই বৃষ্টি হতে পারে জানিয়েছে আবহাওয়া দপ্তর। মঙ্গলবার রাতের দিকে হালকা বৃষ্টি শুরু হবে। বুধবার ও বৃহস্পতিবার মাঝারি ও ভারী ধরনের বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে আকাশ পরিষ্কার হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর।

Related Articles

Back to top button