কলকাতায় ধরা পড়ল করোনা ভাইরাসের প্রথম লক্ষন, হাসপাতালে ভর্তি ৪
করোনা ভাইরাস সংক্রমণের আতঙ্কে দিনযাপন করছে গোটা বিশ্বের মানুষ।যার প্রভাব সবচেয়ে বেশি চিনে। জরুরী অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। উহানে তৈরি হচ্ছে দ্বিতীয় হাসপাতাল। এখানে ১৫০০ বেডের সুবিধে থাকবে। এখনও জারি লাল সতর্কতা। প্রতি পরিবারের মাত্র একজন একদিন অন্তর বেরিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারছেন।
সোমবার সকাল পর্যন্ত চিনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৩৬০। উহানে দ্বিতীয় হাসপাতাল তৈরি হচ্ছে যেখানে ১৫০০ বেড থাকবে। প্রতি পরিবারের একজন সদস্য একদিন অন্তর বেরিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারছে।জারি আছে লাল সতর্কতা।
চিনের বাইরে মোট ১৮টি দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। কেরালায় তিনজনের শরীরে মিলেছে করোনাভাইরাস। দক্ষিণের এই রাজ্যে রাজ্য বিপর্যয় ঘোষণা করা হয়েছে। দিল্লির RML হাসপাতালে করোনা ভাইরাসের সন্দেহে ভর্তি ৬ জন। বেলেঘাটার আইডি হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ভর্তি ৪ জন। নওগাঁওয়ে করোনায় আক্রান্ত সন্দেহে আইসোলেশনে থাকা ২ যুবক নিখোঁজ হয়ে গেছে।
আরও পড়ুন : চীন থেকে ভারতে আসার ভিসা বাতিল করলো কেন্দ্র
উহান বিশ্ববিদ্যালয়ের MBBS ছাত্র চিন থেকে ছাতারপুরের নওগাঁওয়ে ফেরার পর থেকেই তাঁর ঠান্ডা লাগা, গলা ব্যথা ও কাশী দেখা দিলে তাঁকে আইসোলেশন ওয়ার্ডে পর্যবেক্ষণে রাখা হয়, রবিবার সকালে তাঁর রক্তের নমুনা সংগ্রহ করতে গিয়ে দেখে সে নেই, তাঁকে আর না খুঁজে পাওয়ায় আতঙ্ক দেখা দিয়েছে।
চিন থেকে পর্যটক আসার উপর মলদ্বীপ সরকার নিষেধাজ্ঞা জারি করেছে। উহান থেকে ফিরেছে ৩১৬ বাংলাদেশি। -এবার চিন থেকে আসা বিমানের উপর নিষেধাজ্ঞা জারি করল ভিয়েতনাম। রোমে চিনা নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সিঙ্গাপুরে চিন থেকে আসা ফ্লাইট নামতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ এয়ার ইন্ডিয়ার বিমান চিন থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনতে বেজিং যাচ্ছে। চিনে বসবাসকারী বিদেশিদের জন্য e-visa বাতিল করেছে ভারত।