হ্যামিল্টনে প্রথম একদিনের ম্যাচে ৩৪৮ রানের লক্ষ্যমাত্রা দিয়েও ম্যাচ হারতে হয়েছে ভারতকে যেটা কিছুতেই মেনে নিতে পারছেন না অধিনায়ক বিরাট কোহলি। ম্যাচ শেষের পর সাজঘরে নিজেকে বন্দী করে রেখেছিলেন তিনি। প্রথম ম্যাচে ভারতীয় দলের সেরা ক্রিকেটার শ্রেয়স আইয়ার সাক্ষাৎকার দিতে এলেন প্রায় ঘণ্টা খানেক পর। রস টেলরের সহজ ক্যাচ ছাড়েন কুলদীপ। তার পর অধিনায়কের রেগে যাওয়া স্বাভাবিক ব্যাপার।
নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের সময় টম ব্লান্ডেল আউট হওয়ার পর ক্রিজে আসেন রস টেলর। তার কিছুক্ষণ পরেই রবীন্দ্র জাদেজার বল মিস হিট করেন টেলর কিন্তু কুলদীপ যাদব সেই সহজ ক্যাচটি ধরতে পারেননি। তখন তিনি ১০ রানে ব্যাটিং করেছিলেন। তারপর সেই টেলরই ১০৯ রান করে ম্যাচটি ভারতের থেকে ছিনিয়ে নিয়ে যায়। ওই ক্যাচটি ধরে নিলে ম্যাচের ফলাফল যে অন্যরকম হতো তা বলার অপেক্ষা রাখেনা।
আরও পড়ুন : ব্রান্ড ভ্যালুর ভিত্তিতে শীর্ষে কিং কোহলি, পেছনে ফেললেন বলিউড তারকাদের
ক্যাচ ছাড়ার পর কুলদীপ এর কাছে গিয়ে কিছু বলেন কোহলি। তিনি যে অত্যন্ত বিরক্ত তা দেখেই বোঝা গিয়েছিল। ম্যাচের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারত অধিনায়ক বিরাট কোহলি বলেছেন, “নিউজিল্যান্ড আজ আমাদের থেকে ভালো খেলেছে তাই তারা ম্যাচে জয়লাভ করেছে। আমাদের ফিল্ডিং আশানুরূপ হয়নি, একটি ক্যাচ ছেড়েছি আমরা। আমাদের ফিল্ডিং এ আরও উন্নতি করতে হবে। টেলর অভিজ্ঞ ব্যাটসম্যান তিনি তার অভিজ্ঞতার প্রমাণ দিয়েছেন এবং লাথাম ম্যাচটি আমাদের হাত থেকে নিয়ে চলে গেলেন।”