আবার সুদ কমালো এসবিআই। তবে এবার ফিক্সড ডিপোজিটে কমানো হয়েছে সুদ। ফিক্সড ডিপোজিটের পাশাপাশি গৃহঋণেও কমানো হচ্ছে সুদ। আজ স্টেট ব্যাংকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে একথা। স্বল্প ও দীর্ঘ সব ধরণের ফিক্সড ডিপোজিটেই কমানো হবে সুদের হার। একথা জানানো হয়েছে ব্যাংকের তরফে।
বিবৃতিতে শীর্ষ ব্যাংক জানিয়েছে মেয়াদ অনুযায়ী সুদের হার ১০ থেকে ৫০ বেসিস পয়েন্ট কমানো হবে। ব্যাংকের তরফে এও জানানো হয়েছে যে, প্রবীণ নাগরিকরা ৫০ বেসিস পয়েন্ট বেশি সুদ পাবেন। গ্রহঋনের ক্ষেত্রে ওই সুদের হার কমানো হচ্ছে ৫ বেসিস পয়েন্ট। ফলে গ্রহঋনের ক্ষেত্রে সুদ কমে হবে ৭.৮৫%। যা আগে ছিল ৭.৯০%।
আরও পড়ুন : বাজেটে নতুন ঘোষণা, বেসরকারি কর্মীদের জন্য পেনশন প্রকল্প কেন্দ্রের
এই নতুন সুদের হার কার্যকর করা হবে আগামী ১০ই ফেব্রুয়ারি থেকে। বিবৃতিতে আরও জানানো হয়েছে, আগামী ৭ থেকে ৪৫ দিনের মধ্যে যাদের ফিক্সড ডিপোজিটের মেয়াদ ফুরোতে চলেছে তাদের নতুন সুদ সিস্টেমে সুদ দেওয়া হবেনা। তাদের পুরানো সিস্টেমেই সুদ দেওয়া হবে বলে ব্যাংকের তরফে জানানো হয়েছে।